Today is our Great Victory Day ★ greetings to all....?

in #esteem6 years ago



PSX_20181216_094155.jpg




বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ।

পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্রকাশের দিন আজ। আজ ১৬ ডিসেম্বর। পরাধীনতার শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে প্রাণ উৎসর্গ করা যুদ্ধজয়ের আনন্দ অতুলনীয়। ৪৭ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বাঙালির সামনে। তারা স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে।

As the hero of the nation, Bangali's debut day is today.

On the map of the world as an independent sovereign state, today the day of the existence of Bangladesh. Today is 16 December. The war of sacrificing souls to free their motherland from the chain of subordination is unimaginable. 47 years ago on this day, the barbarous Pakistani forces had their hands down their arms and stood down in front of the victorious Bengalis. They signed the defeat chart.
  • সারা দেশের মানুষের পাশাপাশি পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিরা আজ মহান বিজয় দিবসে আনন্দে মেতে উঠবে। একই সঙ্গে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা অকুতোভয় বীর সন্তানদের গভীর বেদনা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে কৃতজ্ঞ জাতি। শ্রদ্ধা জানাবে সম্ভ্রম হারানো মা-বোনদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকে ঢল নামবে জনতার। শ্রদ্ধা-ভালোবাসা নিয়ে শহীদদের উদ্দেশে পুষ্পাঞ্জলি নিবেদন করবে লাখো মানুষ। বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে মুখরিত হবে পাড়া-মহল্লা, গলি থেকে রাজপথ।


IntroText_20181216_102811.gif



  • As well as people from all over the country, the Bengalis spread all over the world will be delighted by the great Victory Day today. At the same time, the people who are sacrificing their life for freedom will remember the deep pain and great respect of the brave children. Wishing respect to the lost mothers and sisters People from the morning to the National Memorial at Savar Millions of people will pay floral tributes to the martyrs with respect and love. Bazrakantha speech of Bangabandhu and the road to Jagarani song of the War of Liberation will be played from the para-mohla, the road from the lane.

পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছরের মুক্তির সংগ্রাম ও একাত্তর সালের ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পথ বেয়ে এসেছে বাঙালির বিজয়। সাম্প্রদায়িক দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তানে ১৯৪৭ সালেই বাঙালির ওপর প্রথম আঘাত এসেছিল। রাষ্ট্রভাষা বাংলা করার ঘোষণা দিয়েছিল পাকিস্তানি শাসকেরা। ১৯৫২ সালে বুকের তাজা রক্তে রাজপথ রাঙিয়ে বাংলার বীর সন্তানেরা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে বিশ্বে এক অনন্য নজির সৃষ্টি করেছিল। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকারের চেতনার যে স্ফূরণ ঘটেছিল, কালক্রমে তা সশস্ত্র মুক্তিযুদ্ধে রূপ নেয়।

The Pakistani constitutions against the colonial rule and exploitation of the Pakistani and the 9th year of the army of the 6th-month war of war, the victory of the Bengali victory was found in the 19th of 1974 in Pakistan. The Pakistani rulers announced the Bengali rulers in 1947. The Pakistani rulers announced the statement of Bengali. In 1952, the poor of Bengal in the bread of the book, established the right to the mother tongue and made a unique preview of the mother. The spirit of the mother was made by the language of the country, the spirit of the husband was in the armed liberation war, in the time of the government's movement, the form of the sake of the government was in the armed liberation war.

বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য চূড়ান্ত যুদ্ধে অংশ নিতে জাতিকে ঐক্যবদ্ধ করে তোলেন। তিনি ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে দেওয়া ঐতিহাসিক ভাষণে শত্রুদের মোকাবিলা করার জন্য যার কাছে যা আছে তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে বলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র নিরপরাধ ঘুমন্ত বাঙালির ওপর। বর্বর হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তারা। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে সেই রাতেই তারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। তবে তার আগেই তিনি বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরুর বার্তা দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। সেই ঘোষণায় তিনি বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।

Bangabandhu Sheikh Mujibur Rahman united the unity of the Bengali. In the final war for independence, he made up the nation. He said to be ready to have all the things which have been in front of the Humorians in front of the millions of people in front of the millions of people in the racecourse march in the history of the millions of people in the Racecourse Maidan. The Bangabandhu said, "The struggle for our release is the struggle for our release, this struggle is the struggle for freedom of the freedom." The Pakistani army was shocked in the arms of the Arman in the 1991 nights on the night of the Arman innocent sleeping. They were arrested in the armor innocent sleeping in the night with the armor in the case of the armor. In the night, they took the Bangabandhu at the night of the Narrow. But in the night, they declared the Bangabandhu on the night of the night. But before that, he announced the public to the Muslim army's murder of the Pakistani army on the other night. That announcement said that the announcement of the Pakistani army's massacre on the Bengali officials, the government has come to be the form of freedom against the massacre until the victory was the victory.

বঙ্গবন্ধুর সেই আহ্বানে সাড়া দিয়ে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলে বীর বাঙালি। দীর্ঘ ৯ মাস সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র—বাংলাদেশের। লাল-সবুজ পতাকা ঊর্ধ্বে তুলে ধরে বিজয়ী বাঙালি। সেই পতাকা উঁচিয়ে প্রগতির পথে চলেছে বাঙালির অভিযাত্রা।



IntroText_20181216_103053.gif



The Bani Bengali, who was a strong resistance struggle against the Bangalishal, said that the year's murder, the world's map of Bangladesh will be held in the middle of the long 9 months of the Liberation. The red-green flag highlighted the red-green flag. The flag is the way to the tradition of the Bengali.

All LoGo Design in @gentlee-boy




20171003_073019.jpg




মহান বিজয় দিবস উপলক্ষে আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং অগণিত মানুষ শ্রদ্ধা নিবেদন করবে। রাজধানী ছাড়াও সারা দেশেই সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবে বিজয় উৎসবে। আজ সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিজয় দিবসকে ঘিরে রাজধানীসহ দেশের বড় শহরগুলোর প্রধান সড়ক ও সড়ক-দ্বীপ জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় করা হবে আলোকসজ্জা। হাসপাতাল, কারাগার, এতিমখানায় পরিবেশন করা হবে উন্নত খাবার।

On the occasion of the great victory day, President, Prime Minister, Pilateral, Social-Cultural Organizers and countless people will pay tribute to the National Memorial. In addition to the capital, the people of all classes and professions will participate in the country. In the country, the national flag will be lifted in the public. In the public and non-government establishment, the national flag will be lifted. The main roads and government-roads of the country are equipped with the capital of the country, including the capital, the big road and the roads of the country. The illumination of the country's biggest cities and the dollars will be performed at night. The illustration of the hospital, prison, orphanage will be served in the hospital, prison, orphanage.

তাই আমি এই মহান দিনে । আপনাদের সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি ।



So I'm on this great day. I wish you the best of victory.



IntroText_20181214_145152.gif