To stay fit and get physical strength in married life, which you eat. বিবাহিত জীবনে ফিট থাকতে ও দৈহিক শক্তি বাড়াতে যা খাবেন

in #steemitbd6 years ago

100740_bangladesh_pratidin_Health.jpg

To stay fit in married life, be careful about everyday diet. Because there is a good understanding between husband and wife for a happy married life as well as healthy physical relationships. In that era, natural food is considered to be very effective.

Studies have shown that keeping regular milk, eggs and honey in the food menu and living a systematic life will not suffer from physical weakness. Further, to increase strength, more food needs to be eaten:

Garlic: If you have physical problems, nowadays make regular eating habits of garlic. The effect of the nutritional quality of garlic is universally recognized in order to increase the physical strength of both men and women. There is an element called alice in garlic which increases blood flow to the body's senses.

Egg: An extraordinary food egg to remove physical weakness. Every morning, do not eat at least 5 days a week and cook 1 egg. This will solve your weaknesses.

Chocolate: Chanel contains fennelthylamine (PAA) and serotonin. These two substances are also in our brain. These are helpful in raising energy levels in the body. Anaadamide with PAA helps to reach Orgasm.

Vitamin C: If you want to keep physical health, keep colorful fruits on the food list every day. Grapes, orange lime, watermelon, pitch etc. are extremely beneficial for the increase in physical power.

It has been found in the study that at least 200 milligrams of Vitamin C in a man's diet list improves the quality of his sperm. The effect of watermelon in this result is more.

Milk: The foods which contain high quantity of animal-fat nutrients, improve the physical energy. For example, pure milk, milk powder, butter etc. Most people want to avoid fat foods. But if you want to increase the amount of physical energy hormones you need a lot of fat food. But all should be natural and saturated fat.

Jaiphal: Studies show that one type of physical energy is released from Jaiphay. This compound generally increases blood circulation. As a result, physical strength increases. If you can mix with coffee, it is possible to get together the work of the two.

Honey: Everyone knows less about the quality of the physical weakness, and more about it. So at least 3/4 days per week to increase physical strength, drink 1 glass of hot water and mix 1 spoon pure honey.

Beef: The beef has a lot of zinc. So you eat less fat beef to make Milan more delightful. For example, beef shoulder meat, low fat in the running meat and zinc is more. The meat of these areas has 10 milligrams of zinc per 100 grams.

Coffee: Coffee plays an important role in enhancing physical power. The caffeine contained in the coffee keeps your mood effective.

Banana: There are vitamins A, B, C and potassium in the collar. Vitamin B and potassium boost physical power. Bromelian is also in the fray. Which is also helpful in raising testosterone levels in the body. Above all, there are plenty of carbohydrates that increase your body strength. This will not result in fatigue.

বিবাহিত জীবনে ফিট থাকতে হলে দৈনন্দিন খাবারের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে। কারণ সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর দৈহিক সম্পর্ক। আর সেক্ষেত্রে বর্তমান যুগে প্রাকৃতিক খাদ্যই অনেক বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হয়।

গবেষণায় দেখা গেছে, খাবার মেনুতে নিয়মিত দুধ, ডিম এবং মধু রাখলে এবং নিয়মতান্ত্রিক জীবন যাপন করলে দৈহিক দুর্বলতায় ভুগবেন না। এছাড়া শক্তি বাড়াতে আরও যা খাওয়া দরকার :

রসুন : দৈহিক সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। স্মরণাতীতকাল থেকেই নারী পুরুষ উভয়েরই দৈহিক শক্তি বাড়াতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজনস্বীকৃত। রসুনে রয়েছে এলিসিন নামের উপাদান যা দৈহিক ইন্দ্রিয়গুলোতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়।

ডিম : দৈহিক দুর্বলতা দূর করতে এক অসাধারণ খাবার ডিম। প্রতিদিন সকালে, না পারেন সপ্তাহে অন্তত ৫ দিন ১টি করে ডিম সিদ্ধ করে খান। এতে আপনার দুর্বলতার সমাধান হবে।

চকলেট : চকলেটে রয়েছে ফেনিলেথিলামিন (পিইএ) ও সেরোটোনিন। এ দুটি পদার্থ আমাদের মস্তিষ্কেও রয়েছে। এগুলো দেহে শক্তির মাত্রা বাড়াতে সহায়ক। পিইএ’র সঙ্গে অ্যানান্ডামাইড মিলে অরগাজমে পৌঁছাতে সহায়তা করে।

ভিটামিন সি জাতীয় ফল : দৈহিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফলমূল রাখুন। আঙ্গুর, কমলা লেবু, তরমুজ, পিচ ইত্যাদি ফল দৈহিক ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী।

গবেষণায় দেখা গেছে, একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত ২০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি উন্নত হয়। এসব ফলে মধ্যে তরমুজের প্রভাব বেশি।

দুধ : যেসব খাবারে বেশি পরিমাণ প্রাণিজ-ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য দৈহিক শক্তির উন্নতি ঘটায়। যেমন, খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়। কিন্তু আপনি যদি দৈহিক শক্তির হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার। তবে সবগুলোকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট।

জয়ফল : গবেষণায় দেখা গেছে, জয়ফল থেকে এক ধরনের দৈহিক শক্তির নিঃসৃত হয়। সাধারণভাবে এই যৌগটি রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দৈহিক শক্তি বৃদ্ধি পায়। আপনি কফির সাথে মিশিয়ে জয়ফল খেতে পারেন, তাহলে দুইটির কাজ একত্রে পাওয়া সম্ভব।

মধু : দৈহিক দুর্বলতার সমাধানের মধুর গুণের কথা সবারই কম-বেশি জানা। তাই দৈহিক শক্তি বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত ৩/৪ দিন ১ গ্লাস গরম পানিতে ১ চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন।

গরুর মাংস : গরুর মাংসে প্রচুর জিঙ্ক থাকে। তাই আপনি মিলনকে আরও আনন্দময় করতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান। যেমন গরুর কাঁধের মাংসে, রানের মাংসে কম ফ্যাট থাকে এবং জিঙ্ক বেশি থাকে। এইসব জায়গার মাংসে প্রতি ১০০ গ্রামে ১০ মিলিগ্রাম জিঙ্ক থাকে।

কফি : কফি দৈহিক শক্তি বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কফিতে যে ক্যাফেইন থাকে তা আপনার মিলনের মুড কার্যকর রাখে।

কলা : কলার রয়েছে ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম। ভিটামিন বি ও পটাশিয়াম দৈহিক শক্তি বাড়ায়। আর কলায় রয়েছে ব্রোমেলিয়ানও। যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও সহায়ক। আর সর্বোপরি কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা যা আপনার দেহের শক্তি বৃদ্ধি করে। ফলে ক্লান্তি আসবে না।

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://www.bdnews24us.com/bangla/article/759993/index.html