আমরা ধরেই নিয়েছি, পশ্চিমা দেশগুলোর আলেম ও শায়েখবৃন্দ মূল ইসলামের স্পিরিটের সাথে নাই। ইয়াহুদী-খ্রিষ্টানদের রাষ্ট্রযন্ত্রে তারা ইসলামের বেসিক থেকে অনেক দূরে। আর পশ্চিমা রাষ্ট্র মানেই অপবিত্র এক ভূমি, নষ্ট সভ্যতা। আমরা ধরেই নিয়েছি, কেবলমাত্র এই উপমাহদেশেই ইসলামের প্রাণসত্বা নিয়ে কাজ হচ্ছে। হক্কানী আলেমে দ্বীন কেবলমাত্র এই সীমানাতেই বিরাজমান। দুনিয়ার বাকি সবাই ‘কিছুটা ঝামেলায়’ আছে।
আমি ব্যক্তিগতভাবে তীব্রভাবে এই নীতির বিরুদ্ধে। আমি অনুভব করি, এই পৃথিবীতে আমরা কেউই রাষ্ট্র ও ভূখন্ডের কারণে ইসলামের বেসিকের উপর দাঁড়াতে পারছি না। ইউরোপ-আমেরিকা তো বটেই, এই উপমহাদেশেও কি আমরা রাষ্ট্র ও ভূখন্ডের কারণে ইসলামের যথার্থ প্র্যাকটিস করতে পারছি? আমাদের আলেমবৃন্দ কি শতভাগ দ্বীন পালন করতে পারছেন? আমরা কি তন্ত্র-মন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছি না? পশ্চিমের সফট ইসলাম আর আমাদের পীরতন্ত্র/মাজারগীরির পার্থক্য কী? পশ্চিমারা রাষ্ট্রের সাথে আপোষ করে চলে। আর আমরা? আমাদের আলেমবৃন্দ রাষ্ট্রের সাথে বিদ্রোহ করে চলছে? ওয়াশিংটনি, লন্ডনি আলেম যে বিচারে বাতিল হয়ে যায়, সে বিচারে করাচি, দিল্লী, ঢাকার আলেমরাও কিন্তু খারিজ হয়ে যেতে পারে।
আমি খুব সহজ করে বুঝি, আমাদের উপমহাদেশে যেমন নিখাঁদ তাকওয়াবান আলেম আছেন, পশ্চিমেও তেমন নিখাঁদ আলেম আছেন। আমাদের যেমন বায়াস্ট আলেম-উলামা আছেন, পশ্চিমেও তেমন বায়াস্ট আলেম-উলামা আছেন। ব্যাপারটা ইন্ডিভিজ্যুয়ালের, ভূখন্ডের নয়। সমগ্র দুনিয়াতেই রাষ্ট্রযন্ত্রের কারণে সঙ্কট হচ্ছে। এই রাষ্ট্রযন্ত্রকে ইসলামের সহায়ক যন্ত্রে পরিণত করার ব্যাপারে চিন্তা ও কাজ করা দ্বীনের নকিবদের অন্যতম দায়িত্ব। ইসলামি জ্ঞানের ব্যাপারে আমাদের ফার্স্ট প্রায়োরিটি মক্কা ও মদীনার হকপন্থি আলেমে দ্বীন। তবে, অবশ্যই সৌদি রাজাতন্ত্রের আজ্ঞাবাহী আলেম নয়।
খুব সাম্প্রতিক সময়ে আমাকে মডারেট ইসলামের পেট্রোনাইজার বলে গালি শুনতে হচ্ছে। কীভাবে মডারেট ইসলামের খাদেম হয়ে গেলাম-তা বুঝতে চেষ্টা করছি। পশ্চিমের দেশ তো দূরের কথা, জীবনে এখনো অন্য কোনো দেশেই যাওয়া হয়নি। তবে, এই গালি আমাকে পশ্চিমা দুনিয়া সম্পর্কে কৌতুহলি করে তুলেছে। সুযোগ পেলে একভার ঘুরে আসতে চাই ইনশাআল্লাহ্।
আমি আমার ভাবনাগুলো তুলে ধরলাম। ভুল হলে সংশোধন করে দিবেন। আমি জ্ঞানরাজ্যর ছাত্র। লজ্জা নাই শিখতে।।
Hello! I find your post valuable for the wafrica community! Thanks for the great post! @wafrica is now following you! ALWAYs follow @wafrica and use the wafrica tag!
Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!