স্বপ্ন পূরণের প্রত্যাশায়।

in Freewriters11 months ago

স্বপ্ন পূরণের প্রত্যাশায়।

IMG_20240114_183223.jpg

পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চেষ্টটা করে তার স্বপ্নের দিকে অগ্রসর হতে। বিভিন্ন উপায় অবলম্বণ করে হলেও সবাই নিজ নিজ স্বপ্ন বা লক্ষ্যকে বাস্তবায়িত করে। শত কষ্ট এবং ত্যাগ শিকার করতেও যেন পিছু পা হয় না। বর্তমানে আমি ডুয়েট ভর্তি পরিক্ষা নামক এক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। সারা বাংলাদেশে ডুয়েট একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। যেখানে সারা দেশের সকল পলিটেকনিক ছাত্ররা পড়তে পারবে। তবে মন চাইলেই সবাই পড়তে পারতে। এখানে পড়ার সুযোগ পাবে সারা দেশ থেকে মাত্র ১২০ জন প্রতি ডিপার্টমেন্টে। এজন্য দিতে হয় ভর্তি পরিক্ষা। প্রতি বছর প্রতিটা ডিপার্টমেন্টে প্রায় গড়ে ১৫০০ জন ছাত্র পরিক্ষা দেয়৷

এর মধ্যে ১২০ জনকে নেওয়া হয়। বুঝতেই পারতেছে এখানে চান্স পাওয়াটা সহজ কোনো বিষয় নয়। কপালে থাকা লাগবে এবং আপনার কষ্ঠোর পরিশ্রম করতে হবে। বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে। যাতে আপনে অন্য দের থেকে এগিয়ে থাকেন। এডমিশন লাইফে গুরুত্বপূর্ণ একটা উপকরণ হলো ক্যালকুলেটর। এখানে ক্যালকুলেটর ব্যবহার করে বড় একটা ম্যাথ এক লাইনে শেষ করা যায়। যেটা ভর্তি পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূলত কম দামি বা ডুপলিকেট ক্যালকুলেটর গুলো দিয়ে ম্যাথ করতে গেলে অনেক দেরি হয়। যেটা আমার স্বপ্নের পথে এগোতে বাধা প্রদান করে।

এজন্য আমাদেরকে ভালো মানুষ দ্রুত ক্যালকুলেশন করে এমন ক্যালকুলেটর ব্যবহার করতে হবে৷ আমার দুইটা ক্যালকুলেটর ছিল একটু কম দামি। মান দেরিতে আসত। এজন্য আমি বিদেশ থেকে আমার এক ভাইয়ের মাধ্যমে ভালো মানের ক্যালকুলেটর এনেছি। আজকে সেই ক্যালকুলেটর হাতে পেলাম৷ ভাই এটা মালোশিয়া থেকে পাঠিয়েছে। আশা করি এটা দিয়ে আমি খুব দ্রুত ম্যাথ সমাধান করতে পারব৷

সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

ধন্যবাদ৷