সে আমাদের একজন।

in Freewriterslast year

সে আমাদের একজন।

IMG_20231021_210352.jpg

আমরা অনেকেই আছি, যারা পশু পাখি পালতে পছন্দ করি। তাদের সাথে সময় কাটাতে খেলা করতে খুবই ভালো লাগে। বাড়িতে তাদের জন্য আলাদা ভাবে থাকা খাওয়ার ব্যবস্থাও করে থাকি। ইসলামেও কিছু কিছু পশু পাখি পালন করা জায়েজ আছে। বিশেষ করে বিড়াল পালন করা। আমি যে আবাসিকে থাকি এখানে অনেক গুলো বিড়াল আছে। বিড়ালগুলো দেখতে অনেক সুন্দর। আমাদের যে আবাসিকের পরিচালন আছেন। তার নাম মাহাজ। তিনি বিড়াল খুবই ভালো বাসেন৷ এজন্য আবাসিকে বিড়াল পালন করেন। বিড়ালগুলোও খুবই ভদ্র। কোনো খাবার মুখ দেয় না৷ কাউকে আচর দেয় না।

মানুষের সাথে খেলা করে। টেবিলে বা বিছানায় গিয়ে শুয়ে থাকি। মাহাজ ভাই তো বিড়ালগুলোকে কোলে তুলে নিয়ে বেড়ায়, ঘুমায়, তাদের সাথে আড্ডা দেয়। খাবার খাওয়ায় পাশে বসিয়ে। বিড়ালগুলোও তার খুব বড় ভক্ত। এই বিড়ালের কারণে আমাদের আবাসিকে নাম পরিবর্তন করে রাখা হয়েছে "ক্যাট সিটি". আগে নাম ছিল লাল মাটি আবাসিক। এখন ক্যাটসিটি আবাসিক নামে পরিচিত। আমরা যারা এখানে থেকে পড়াশুনা করি, বেশির ভাই বেড়ালগুলোকে কোলে তুলে নিয়ে রাখি। আদর করি। মাঝে মাঝে একটু মজা করি।

বিড়াল গুলোকে কেলে তুলে নিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। আমাদের সবার খাবারের মাছের কাটা এবং মাংসের হাড্ডিগুলে একটা জায়গায় রাখা হয় বেড়ালের জন্য। বিড়াল গুলো ঘুরে এসে ওখান থেকে খাবার খেয়ে যায়। সারা দিনের বেশির ভাগ সময় তারা মাহাজ ভাইয়ের রুমে ঘুমিয়ে সময় কাটায়। তারা যেনো আমাদের আবাসিকের একজন সদস্য হয়ে গিয়েছে৷ বর্তমানে অনেক মানুষই বিড়াল পালন করতে শুরু করেছে৷ এটা বেশির ভাগ মানুষেরই পছন্দের একটা পোষা প্রাণী।

তবে অনেক সময় কিছু বিড়াল আছে, যারা মানুষকে আচড়ে দেয়। তাদেরকে আবার বাড়িতে পালন করা যাবে না। আপনারাও যারা বিড়াল পালন করেন, তারা বুঝতে পারবেন বেড়াল পালার আনন্দ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।

ধন্যবাদ।