You are viewing a single comment's thread from:

RE: The Weekly Turni-Issue 52

in BDCommunity3 years ago

@riazud ভাইয়া
" ইহার চিন্তা ধরণে আছে উদ্ভাবনী শক্তি, আছে অসম্ভবকে সম্ভব করার তীব্র প্রয়াস, আছে একই ধরণের প্রশ্নের বিভিন্নজনের বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়ার সক্ষমতা, আছে নিজের সত্ত্বাকে স্বকীয়ভাবে অন্যের সামনে উপস্থাপন করার সক্ষমতা, আছে আরও কত কতকি! এসব দিক বিবেচনায় মানু্ষ আমার কাছে সৃষ্টি সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ প্রাণী। " - এই লাইনগুলোর প্রত্যেকটা শব্দ চয়নেই বুঝা যাচ্ছে মস্তিষ্ক সম্পর্কে কতটা ভেবে চিন্তে নিজের মনের ভাবকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। অনেকেই খুব সুন্দর ভাবে চিন্তা ঠিক ই করতে পারে কিন্তু সেই চিন্তাকে ঠিক ওইভাবে করে ভাষায় প্রকাশ করতে পারেনা। যা আপনি খুব খুব ভালো ভাবে পেরেছেন।
সত্যি ই অসাধারণ লিখা এবং চিন্তা করার ধরণ ও।

Sort:  

Thanks for your feedback. Its always inspiring to me.