একেবারে প্রাথমিক পর্যায়ে আছি। ব্যবসার খুটিনাটি শিখতেছি। এই মার্কেটের প্রচুর সম্ভাবনা দেখতেছি। কিন্তু কিছু অসাধু লোকের কারনে অনেক গ্রাহকই আস্থা হারিয়েছে। তাই অনেক স্ট্রাগল করতে হবে মনে হচ্ছে।
স্ট্রাগল সব ব্যবসায়। সর্টকাট কোন ব্যবস্যা নাই। কেউ যদি শর্টকাট মুনাফা দেখায় তাহলে ধরেই নিবেন কোন সমস্যা আছে। ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপ কাজ করতেছে। মনে হয় সেগুলো গ্রুপে আপনি যুক্ত আছেন। সেগুলোতে একটু সময় দিলে অনেক কিছু শিখতে পারবেন।
হ্যাঁ ভাইয়া। আপাতত আমি ফেসবুক ভিত্তিক কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছি। আসলে আমি স্ট্রাগল করতে প্রস্তুত এবং ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, যেই ব্যবসায় স্ট্রাগল বেশি সেই ব্যবসা বেশি সাসটেইনেবল হয়। কিন্তু সমস্যা হল কিছু লোক হুট করে ই-মার্কেটিং এ আসে এবং ধোকাবাজির মাধ্যমে এককালীন কিছু মুনাফা করে কুইট করে। তারা পরিবেশ নষ্ট করছে। মানুষ রিয়েল ও ফেইকের মধ্যে পার্থক্য করতে পারছে না। তঅবু দেখি চেষ্টা করে, যদি কিছু কিরতে পারি।
ই-কমার্স এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। খুব ভালো উদ্দ্যেগ।
চালিয়ে জান আপু।
একেবারে প্রাথমিক পর্যায়ে আছি। ব্যবসার খুটিনাটি শিখতেছি। এই মার্কেটের প্রচুর সম্ভাবনা দেখতেছি। কিন্তু কিছু অসাধু লোকের কারনে অনেক গ্রাহকই আস্থা হারিয়েছে। তাই অনেক স্ট্রাগল করতে হবে মনে হচ্ছে।
স্ট্রাগল সব ব্যবসায়। সর্টকাট কোন ব্যবস্যা নাই। কেউ যদি শর্টকাট মুনাফা দেখায় তাহলে ধরেই নিবেন কোন সমস্যা আছে। ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপ কাজ করতেছে। মনে হয় সেগুলো গ্রুপে আপনি যুক্ত আছেন। সেগুলোতে একটু সময় দিলে অনেক কিছু শিখতে পারবেন।
হ্যাঁ ভাইয়া। আপাতত আমি ফেসবুক ভিত্তিক কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছি। আসলে আমি স্ট্রাগল করতে প্রস্তুত এবং ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, যেই ব্যবসায় স্ট্রাগল বেশি সেই ব্যবসা বেশি সাসটেইনেবল হয়। কিন্তু সমস্যা হল কিছু লোক হুট করে ই-মার্কেটিং এ আসে এবং ধোকাবাজির মাধ্যমে এককালীন কিছু মুনাফা করে কুইট করে। তারা পরিবেশ নষ্ট করছে। মানুষ রিয়েল ও ফেইকের মধ্যে পার্থক্য করতে পারছে না। তঅবু দেখি চেষ্টা করে, যদি কিছু কিরতে পারি।
সব ব্যবস্যায়ে চিটার বাটপার রয়েছে। এদের নিয়ে বেশি ভাবা যাবে না। যারা বোকা তারাই ঠকবে।
আর এইসব যত দিন যাবে তত মানুষরা চিটার বাটপারদের সহজেই চিনতে পারবে।
আপনি আপনার স্কিল বাড়ানোর দিকে মনোযোগ দেন। আচ্ছা আপনি কি নিয়ে কাজ করতেছেন। কাপড় বা হস্ত শিল্প এই ধরনের।
আমি মূলত ইন্ডিয়ান থ্রি পিস এবং টি শার্ট নিয়ে কাজ শুরু করব আশা করছি।
ও আচ্ছা।
আপনার জন্য শুভ কামনা রইলো।