[[ আজ ভয়াল ২৯শে এপ্রিল ]]
আজ ২৯শে এপ্রিল, ১৯৯১ সালের এই দিনে সন্দ্বীপের উপর দিয়ে বয়ে যায় ভয়াল কালবৈশাখী ঘূর্ণিঝড়। যার ভয়াবহ স্মৃতি আজও বহন করে যাচ্ছে, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া ও নোয়াখালীর হাতিয়াসহ কয়েকটি উপকুলের মানুষ। তখন রাত আনুমানিক ২টা, হঠাৎ এ অঞ্চলে ঘুমান্ত মানুষের উপর আঘাত হানে ঘূর্ণিঝড়টি। যার বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ২৪০-২৫০ মাইল এবং পানির উচ্চতা ছিলো প্রায় ২০ ফুটের মত। সেদিনের সে ঝড়ের ভয়াবহতার কথা মনে পড়লে আজও গাঁ শিউরে উঠে!!
প্রবল বাতাসে জোয়ারের পানি সন্দ্বীপের উত্তরে বাম্নি নদীতে আঘাত হানে, সেই আঘাতে সন্দ্বীপের উত্তর পাশ দিয়ে জোয়ারের পানি ঢুকে শত শত মানুষ এবং পশুপাখির ব্যাপক প্রাণহানি ঘটে। লন্ডভন্ড হয়ে যায় হাজার হাজার গাছপালা ও ঘরবাড়ী।
২৯শে এপ্রিলের ঘূর্ণিঝড়ে যারা মারা গেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করি। -আমিন।
We pray for them who expired that day ( 29 April, 1991)