বোরখা বিতর্ক !

in #abaya7 years ago

1.png

Image Source

মুসলিম নারীদের শাড়ি নয়, বাধ্যতামূলকভাবে বোরখা পরতে হবে৷ এমনই মত দিয়েছেন পাকিস্তানের জামিয়ার উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ)-এর সেনেটর মুফতি আবদুল সাত্তার৷ বিরোধী মুত্তাহিদা কোয়ামি (এমকিউএম) সেনেটর নাসরিন জালিলের পরনের শাড়ি লক্ষ্য করে এমন কটু মন্তব্য করেন তিনি৷

মুফতি আবদুল সাত্তার বলেন,

‘এমকিউএম-র সেনেটর জনপ্রতিনিধি নাসরিন জালিল ৷ তিনি যা পড়বেন, মানুষ তাকেই অনুসরণ করবে৷ তাই মুসলিম নারী হিসেবে তার শাড়ি পরা উচিৎ হয়নি৷ তার অবশ্যই বোরখা পরা উচিত ছিল৷ মুসলিম নারী হিসেবে তার উচিৎ ছিল শরীরের প্রতিটি অংশ ঢাকা৷ যা তিনি করেননি৷’

অপর দিকে , সৌদি আরবের শীর্ষ একজন ধর্মীয় নেতা বলেছেন,

সেদেশে মেয়েদের 'আবায়া' বা বোরকা পরতেই হবে এমন কোন ব্যাপার নেই। মেয়েদের আব্রু বজায় রেখে পোশাক পরতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তাদের আবায়া পরতে হবে।

সৌদি আরবে মেয়েরা পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা যে ঢিলেঢালা আচ্ছাদন ব্যবহার করে, তাকে আবায়া বলে। সেখানে আবায়া না পরে বাইরে যেতে দেখা যায় কম নারীকেই। সেখানে এটি পরা আইনত বাধ্যতামূলক।

শেখ আবদুল্লাহ আল মুতলাক শুক্রবার বলেন,

মুসলিম বিশ্বের ৯০ শতাংশ মহিলাই 'আবায়া' পরেন না। কাজেই আমাদেরও উচিৎ হবে না মেয়েদের এটা পরতে বাধ্য করা।

আপনি কাকে সমর্থন করেন ? সৌদি আরবের ধর্মীয় নেতা যা বলেছেন নাকি পাকিস্তানের জামিয়ার উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ)-এর সেনেটর মুফতি আবদুল সাত্তারকে ! কমেন্টে অবশ্যই জানাবেন ।

আমার লেটেস্ট পোস্টঃ রোহিঙ্গা হত্যা

Sort:  

This post has received a 18.19 % upvote from @booster thanks to: @alaminhosssain.

Congratulations @alaminhosssain! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of posts published

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!

vaia apnar fb id ta diben ektu

সরি ভাই এটা দেওয়া যাবে না

ভাই আমাকে কিছু টিপস দেন কিভাবে আরনিং বাড়াব
প্লিজ ভাই

ভাল ভাল কন্টেন্ট দেন।।রিয়েলিস্টিক কন্টেন্ট দেবেন এবং পোস্ট প্রমোট করতে পারেন।

vai 6 minutes aa 32 like kivabe..??
post promote koresilam ektaaa .001 Sbd o pai ni
apnar fb id ba kono contact pawa jabe
pls

আপনি @minnowbooster এর ব্লগ এ গিয়ে ওর পোস্ট গুলা দেখেন তাহলে বুঝবেন কিভাবে ভোট পেলাম।এগুলা পেইড ভোট

vaia minnow booster er kothaa onk sunechi bt akhono confused aitaa kivabe use korbo r aitaa profitable kinaaa
apni jodi ekta video tutorial banaten ba tutorial link diten onk upokar hoito