চরম হাস্যকর এই প্রাণীদের দেখে হাসতেও মায়া লাগবে!

in #animal7 years ago

588181017010816.jpegআমাদের কিছু অদ্ভুত বন্ধু আছে যাদের বাস্তবে দেখতে অতটা ভালো না হলেও ছবিতে ভালো লাগে। আবার তেমন কিছু অদ্ভুত বন্ধু আছে যাদের ছবিতে দেখলে চরম হাসি আসে। হয় তাদের চোখ বন্ধ হয়ে আছে, মাতালের মত লাগছে কিংবা চেহারাটা হাস্যকর হয়ে গেছে।

প্রাণীদের মধ্যেও কিন্তু এমন দল আছে। যাদের ছবি তোলার পর ছবিটি রূপ নিয়েছে চরম হাসির ছবিতে। তারা নিজেরাও হয়তো অনেক চেষ্টা করেছে ভালো ছবি তুলতে কিন্তু কপালের লিখন না যায় খন্ডন।

আহা! বাচ্চা হাতি
funny-unphotogenic-animals-49-59e5b6fc05502__605.jpg

কি চমৎকার সাঁজ! কোন পার্লার থেকে করলেন?
funny-unphotogenic-animals-14-59dc88db9a6a6__605.jpg

হরিণটার দিকে তাকান।
funny-unphotogenic-animals-1-59dc776aa1712__605.jpg

এই আলপাকা বেচারা মডেল হতে চায়
59dcd70984ff4_e5Gm6Kb__605.jpg

আমি অসাধারণ
funny-unphotogenic-animals-48-59e5b683bcb89__605.jpg

ঘুম ভাঙ্গার পরের অবস্থা
funny-unphotogenic-animals-20-59dcb52af11e0__605.jpg

হেই কি খবর!
funny-unphotogenic-animals-45-59e5b4eb89f1d__605.jpg

হাঁচি আসতেসে রে
funny-unphotogenic-animals-201-59df23b399a9a__605.jpg