শরীফ মির্ধা ভাইয়ের আত্মসমালোচনা টি পড়েন - আল্লামা ইমাম হায়াত আমাদের বিবেকের দরজা খুলে দিয়েছেন।
★★★ যারা প্রানের ভূমিকে কোন নামে ডাকবে তা জানেনা তারা কি ভাবে সুন্নী হয় ? যারা খারেজী ওহাবী রাজনীতি এবং সুন্নী রাজনীতির পার্থক্য জানেনা তারা কি ভাবে সুন্নী হয় ? তাওহীদ ভিত্তিক ও রেসালাত কেন্দ্রিক জীবনচেতনার বিপরীত গিয়ে যারা বস্তুবাদকেই পরম সত্য মনে করে তারা কি ভাবে সুন্নী হয় ? যারা মা বোনদেরকে ইসলাম থেকে তথা প্রিয়নবীর প্রেম থেকে দূরে রাখতে চাই তারা কি ভাবে সুন্নী হয় ?
★★★ আমরা পরগাছা হয়ে বাতেল দলমতকে সমর্থন করে যাব আর মুখে সুন্নী পবিত্র নাম উচ্চারন করব তা আর হবেনা । কারন মুসলিম মিল্লাতের মহান ইমাম "ইমাম হায়াত আলাইহি রাহমা" আমাদের নিকট সুন্দর ভাবে সত্য এবং মিথ্যাকে তুলে ধরেছেন ,,,হক - বাতেলের পার্থক্য তুলে ধরেছে ।
★★★ মহান ইমাম "ইমাম হায়াত আলাইহি রাহমা" আমাদেরকে হকের প্রকৃত ধারা ও বাতেলের ধারা এবং দ্বীন মিল্লাতের সংকট ও সমাধান উপলব্ধি করে নিজের পথ খূঁজে পাওয়ার জন্য অন্ধত্ত্বমুক্ত স্বাধীন দৃষ্টিশক্তি যে প্রয়োজন তা দিয়েছেন ।