আপনার শিশুকে সব সময় পড়াশুনাই চাপ না দিয়ে মাঝে মাঝে বিনোদন দেন
শিশুদেরকে সব সময় পড়াশুনাই চাপ না দিয়ে মাঝে মাঝে বিনোদন দেওয়া ভাল । কারন শিশুরা সব সময় পড়তে চাই না । আর পড়াশুনা করতে করতে শিশুরা একটু বিরক্ত বোধ করে। কিন্তু মাতাপিতা চাই সব সময় তার সন্থান পড়াশুনা করুক । কিন্তু এটা ঠিক নই । সব কিছুর প্রয়োজন আছে । সময় অসময় আমরা বাচ্চাদের চাপ দেই পড়াশুনা করার জন্য ।কিন্তু এইটা করা আমাদের উচিদ নই । সময়ের সময় পড়া এবং অন্ন সময় বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রাখতে হবে । বাচ্চাদের বিনোদনের জন্য আপনি যা করতে পারেন ।
বিকালে বাইরে ঘুরাতে নিয়ে যেতে পারেন
বিকালে বাচ্চাদের বাইরে ঘুরাতে নিয়ে যেতে পারেন । বাচ্চাদের ঘুরার জন্য বিভিন্ন রকম পার্ক আছে যে কোন শহরে ।আর পার্কে বাচ্চাদের অনেক রকমের খেলনা থাকে যেগুলোতে বাচ্চারা অনেক বিনোদন উপলব্ধি করে থাকে । আর আপনার বাচ্চার মত অনেকের পিতামাতা পার্কে তাদের সন্তান কে নিয়ে আসে বিনোদনের জন্য । মানুষ বিনোদনের জন্য অনেক কিছু করতে পারে । আর বাচ্চাদের বিকালের সময় বিনোদন দেওয়া জরুরি । যারা ঢাকা শহরে থাকে ওদের বাচ্চা সারাদিন ঘরের ভিতর থাকতে থাকতে কালান্ত হইয়া যাই । ঢাকা শহরে এমন অনেক পার্ক আছে যেগুলো বাচ্চাদের জন্য নির্মিত । সারাদিনের কালান্ত দূর করে দিবে একমাত্র বিকালের বিনোদনে ।তাই আপনার বাচ্চার সুস্ততার জন্য বিকালে বাইরে গুরতে নিয়ে যান । এবং প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিন ।
বিনোদনের জন্য কার্টুন সিনেমা দেখাতে পারেন
বর্তমানে বাচ্চারা কার্টুন সিনেমা অনেক পছন্দ করে । নানান রকম নামের কার্টুন সিনেমা বের হচ্ছে । এইগুলো বর্তমান বাচ্চাদের সব মুখস্ত । এই গুলো পেলে বাচ্চারা আর কিছু চাই না। কার্টুন সিনেমা দেখেই দিন পার করে দিবে । সব সময় আসব কার্টুন সিনেমা দেখতে চাই বাচ্চারা । কিন্তু সবসময় দেখাবেন না। কিছু সময়ের জন্য দেখাতে দিবেন ।
Nice post of family i like it and thank you for sharing this beautiful post with us and East and West you are the best
You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!
Awesome couple you show I am very very happy
But I am sad because I breakup 😐