বেশ সুন্দর ফটো তুলেছে বন্ধু তোমার কাজটা কে সত্যি সুন্দর বলতে হবে সবটা ক্যামেরার নাম করলে হবে না কিছুটা থাকে ক্যামেরা যার হাতে আছে তাতে সে যদি কোন ফটো পাঠাবে না তুলতে পারে তাহলে সে ক্ষেত্রে ক্যামেরাটা ও কিছু করতে পারবে না এটা আমি মনে করি ফোটন এরকম হয় কেউ কীটপতঙ্গের ফটো তুলে কেউ তো কিছু সিনারির কেউ গাছপালা কিছু মানুষের প্রত্যেকটা ছবির একটা ভাষা থাকে এরপর যার যেটা পছন্দ তোমার ফটোগুলো ফটো থেকে আলাদা করছে ওটা হচ্ছে ওই নিষ্পাপ ছোট্ট ছেলেটির হাসি যেটা দেখে মনে হচ্ছে আশেপাশে চিন্তা করছে এবং এধরনের খুশির সৃষ্টি হচ্ছে