$ Steemit Lover Grupe A কবিতা "পরশ্রীকাতর"

in #bangla7 years ago

ভালো লাগলে ভালোবাস
না লাগলে করো ঘৃণা,
দুষ্টু লোকের হিংসা ঘৃণায়
অামার কিছুই যায় অাসেনা।

অামি তোমার খাই না পরি
না তোমার চাকরি করি?
তবে কেন এত খবরদারী?
অামি বুঝিনা!

দাও যতই হুমকি-ধমকি
করতে পারো রক্তারক্তি,
অামি জানি অামার কাজ কি,
মিথ্যে চোখরাঙ্গানি ভয় করিনা।

অামার ভাবে অামি চলি
সত্য-ন্যায়ের কথা বলি,
চাই না কারো হাততালি
তবে কেন আমায় নিয়ে এত দলাদলি?

অামিতো অতি সাধারণ এক
নয় অামি অনন্য,
আমার কাজ হোক ভাল বা মন্দ
বন্ধ হবেনা তা নিন্দুকের জন্য।

কত কুৎসিত তুমি, নিজেও জানো না
মানুষের এত অহংকার শোভা পায় না,
মনে হিংসা পোঁষ, করো মিথ্যা প্রচারণা
তুমি কি জানো না?রুক্ষমাঠে ফসল ফলেনা।

চোখ থাকতে অন্ধ তুমি বন্ধ মনের ঘর
বাইরে বহে ঝড় রাখো না খবর,
নিজ স্বার্থে মগ্ন তুমি হে স্বার্থপর
ভালকাজে হিংসা করো তুমি পরশ্রীকাতর।

চোর যেমন অাঁধারে করে বসবাস
তুমি ও অাঁধারের কীট অভ্যাসের দাস,
পরের মন্দ যাচ তুমি করো উপহাস
হুতুমপেচা পায় কি ফুলের সুবাস?

কাক ভাবে সব পাখি তার মতো কালো
চোরের কাছে চাঁদের অালো লাগে না তো ভাল,
তুমি ফুলকে ভুল বলো, অালো বলো কালো
তুমি যা মন্দ বলো, অামি বলি তা চাঁদের কলঙ্ক।

Sort:  

osthir poem

Nice Post. I Like Your Steemit Post. Please Upvote My Id. Thank You.

good practice

tnxxxxxxxxxxx

remarkable words

Congratulations @ahmedjubayer! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes received

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!

বাহ সুন্দর কবিতা . আপনার নিজের লিখা ?

na amar sir er leka.

good post