ক্লান্ত পথিকের যাত্রা

in #bangla7 years ago

ক্লান্ত পথিকের যাত্রা
আহমেদ হোসেন জনি

বহুদূর হেটে ক্লান্ত পথিক
যেতে হবে আরও বহুদূর
বহুদূর সে আরও কত দূরে
মেলেনি কভু সুরাসুর।

আজ ভাবনায়ও তার ক্লান্তি
কতটা পথ সে করেছে অতিক্রম!
দু-চোখে ঘুম আর মাথায় ভাবনা
আরো আছে কতটা পথ, আরও কত দুর্গম?

ক্লান্তিতে তার দেহ-মন অসার
ক্লান্ত দেহ লুটিয়ে পরেছে মাটিতে
ঘুমিয়েও দেখে একই স্বপ্ন!
যেতে হবে দুর্জয় ঘাঁটিতে।

নইলে যে জীবন বৃথা
ষোল আনাই যাবে জলে
উদ্যমী জনের জীবন সংগ্রাম
চলে যাবে নষ্টের দলে।

কেঁপে ওঠল দেহ
বাহুতে এলো বল
শুরু হলো তার জীবনযাত্রা
ভেঙ্গে ক্লান্তির যাতাকল।