সবাইকে শুভেচ্ছা জানাইয়া, ভিন্ন স্বাদের লেখা উপস্থাপন করার আশা রাখছি। বাংলা দেশের রংপুর জেলার, পীরগন্জ থানাধীন ২নম্বর ভেন্ডাবাড়ী ইউনিয়নের, ,বিশলা গ্রামে স্বাধীন চন্দ্রের বাড়িতে আজব এ ঘটনাটি ঘটে।
গত ১৪ই জুলাই ২০১৯ দিনের বেলায় বৃষ্টি হতে ছিল। বাড়ির উঠান ভর্তি মানুষ গদগদ করিতেছে। তাদের সবার নজর ছিল আগত বৃষ্টি ও বাতাশের দিকে। বাড়ী সংলগ্ন নালায় তাদের পাতানো ঠুসিতে এ মাছ আটকে পড়ে। তাদের নজরে আসে বড় আকারের গড়াই কিংবা চেঙ সাদৃশ্য একটি মাছ।
মাছটি ঠুসির মধ্যে জোরে নড়াচড়া করছিল। মাছটি তাৎক্ষনিক ভাবে ধরে দেখ গেল, এটি চেং মাগুর কিংবা গড়াই কোন টিই নয়। এ এক আজব প্রজাতির বিরল মাছ। পড়ে যায় কোলাহল, মাছ দেখতে আসে সকল বয়সের লোক। ৬০/৮০ বছর বয়সী কেহই নাম জানেনা বা আগে কখনও দেখে নাই বলে জানায়।
@
ব্যাপারটি হিন্দু পাড়ার হিন্দু বাড়িতে দিনে দুপুরে বিরল প্রজাতির মাছের আবির্ভাব হওয়ায়, এলাকায় নানা ধরনের কথা ও যুক্তির ফুলঝুরি শোনা যাচ্ছে। মাছটির গায়ে চিতা বাঘের ন্যায় ডোরাকাটা থাকায়, কেউ কেউ চিতা মাছ বলছে । কেউ কেউ দেবতা কিংবা অবতারও বলছে।
মাছটি জিয়ে রাখার চেষ্টা হচ্ছে, যতক্ষণ পারা যায়। মাছটি উৎসুক দর্শনার্থীদের উন্মুক্ত রাখা হয়েছে।
মাছটির প্রথম ছবি তুলে ধন্য হয়েছিল, আমার সাংবাদিক ভাস্তে, অমিতাভ রায়/০১৭১৮৪৩২৯৩০। ধন্যবাদ সবাইকে....