অনলাইন এবং অফলাইন

in #bangla6 years ago

অনলাইনের প্রত্যেকেটি কাজেই আপনার যথেষ্ট জ্ঞান ও সময় দেওয়ার প্রয়োজন হয়। এখানে তারাই সফল হয় যারা এই দুটো বিষয় পুজি করে। যারা টাকাকে পুজি করে তারা অনেকাংশেই লুজার হয়। মানে কোনো কাজেই তেমনটা সফল হয় না। !money1.jpg

তারা টাকাকে পুজি ভেবে কাজের মৌলিক জ্ঞান থেকে দূরে থেকে যায় এবং সময়ও তাদের কাছে অপরিচিতি হয়ে যায়।

কিন্তু অফলাইন জগতটা ভিন্ন সেখানে টাকাকেই পুজি বলা হয়। হোক সে মূর্খ প্রাইমারী পাস , কোনো সমাস্যা নাই, কথা বলতে পারে না, কোনো সমাস্যা নাই, চোখে দেখে না, কোনো সমাস্যা নাই, দেহের রং কালো , কোনো সমাস্যা নাই। পুজি আছে এতো এতো , মনে মনে রাজা বাদশা। হা হা

অনলাইন জগত পুরোটাই ভিন্ন । যদিও অনেকবার বলেছি আবারো বলছি এখানে Creativityscientificallyprovencreativityboostersyouveprobablyneverheardof.jpg এর মূল্য বেশী।

একটা সাইন আপ করতে বলা হলো আর ৫ দিন ধরেই শুধু বলে বেড়াচ্ছেন কেমনে করে? হা হা হয় এরকমটাও হয়।

আসলে অনলাইনে আপনাকে অনেক Fast হতে হবে। চিন্তা চেতনা কাজে আপনাকে অনেক বেশী আপডেট হতে হবে। আর আপডেট হওয়ার জন্য অনলাইন ই সকল রকম ব্যবস্থা গড়ে উঠেছে।

নিজেকে ওই ফালতু একাডেমিক শিক্ষার সাটিফিকেট এর চাইতে মূল্যবান ভাবতে হবে। আজতো মানুষ এগুলো দেখায়ে নিজেকে অনেক বেশী অগ্রগামী ভাবে। অথচ এরাই সবচেয়ে নিন্মগামী।

Flying-Bird.jpgএকসময় এদের বেইল ই থাকবে না। তাই সময় থাকতে সময়ের কদর করুন। অনলাইন এর ব্যবসাগুলো জ্ঞানের সাথে সময় দিয়ে অর্জন করুন। দেখবেন হাওয়ায় হাওয়ায় কেমনে পাখি উড়ে। ধন্যবাদ

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.tumblr.com/explore/trending

its language of bengali not similar any content

Hi
I upvoted you. Although my voting has no power. Your writing is true.

thanks for reply. carry on, we can grow up if help each others, @ratul2018

কেউ এখন আর ফালতু সময় নষ্ট করে লেখাপড়া করেনা। সবাই এখন চাইলেই ডাক্তার, ইঞ্জিনিয়ারিংয়ের ১০০% নির্ভেজাল সার্টিফিকেট ঘরে বসেই পাচ্ছে। তাই এই জাতী অনলাইনটাকেও ওরকমই ভেবে বসেছে। ঘরে বসে টাকাকে বলবে পকেটে আয় আর সাথে সাথে এসে পকেট ভরে যাবে।