কুমিল্লা জেলার তথ্যাবলী
কুমিল্লা জেলা ২৩°০১' থেকে ২৩°৪৭' ৩৬" উত্তর অক্ষাংশে এবং ৯০°৩৯' থেকে ৯১°২২' পূর্ব দ্রাঘিমাংশে বিস্তৃত।কর্কটক্রান্তি রেখা কুমিল্লা জেলা অতিক্রম করেছে।
সীমানাঃ উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে ফেনী ও নোয়াখালী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা।
আয়তনঃ ৩০৮৭.৩৩ বর্গ কিলোমিটার।আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্যঃ ১০৬ কিলোমিটার প্রশাসনিক কাঠামো
উপজেলাঃ ১৭ টি (আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লাকসাম, বরুড়া, নাংগলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, তিতাস, দাউদকান্দি, হোমনা, মেঘনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং ,ব্রাহ্মণপাড়া ও লালমাই )
সংসদীয় আসন সংখ্যা ১১ টি
সিটি কর্পোরেশন ০১ টি (কুমিল্লা সিটি কর্পোরেশন),
প্রতিষ্ঠাকাল ১০/০৭/২০১১খ্রিঃ
আয়তনঃ ৫৩.০৪ বঃ কিঃ মিঃ
ওয়ার্ডঃ ২৭টি
জনসংখ্যাঃ ৩,৩৯,১৩৩ জন
(পুরুষ:১,৭৭,৩০০ জন ও মহিলা:১,৬১,৮৩৩ জন)(২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)
হোল্ডিং সংখ্যাঃ সরকারি - ১৭৪টি বেসরকারি- ৩৩,৭১২টি মোট = ৩৩,৮৮৬ টি
পৌরসভা ০৮ টি(‘‘ক’’শ্রেণীভূক্ত - ০১টি- লাকসাম পৌরসভা)(‘‘খ’’শ্রেণীভূক্ত - ০৫টি- দাউদকান্দি, দেবিদ্বার, চান্দিনা, হোমনা ও চৌদ্দগ্রাম পৌরসভা)(‘‘গ’’শ্রেণীভূক্ত - ০২টি- নাঙ্গলকোট ও বরুড়া পৌরসভা)
ইউনিয়নঃ ১৮৫ টি
গ্রামঃ ৩,৬৮৭ টি
জোতঃ ৫,৩৪,৩০৭ টি
মৌজাঃ ২,৭১৭ টি
ইউনিয়ন ভূমি অফিসঃ ১৭২ টি
হাট-বাজারঃ ৫৫৫ টি জনসংখ্যা (আদমশুমারী ও গৃহগণনা ২০১১ এর প্রাথমিক ফলাফলে কুমিল্লা)
মোট জনসংখ্যা ৫৬,০২,৬২৫ জন
পুরুষ ২৬,৭৮,২৩৫ জন
মহিলা ২৯,২৪,৩৯০ জন
জনসংখ্যার ঘনত্ব(প্রতি বর্গ কি:মিঃ) ১৮১৫ জন (প্রতি বর্গ কিঃ মিঃ)
জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৫৮% (প্রায়)
শিক্ষা সংক্রান্ত তথ্য
সরকারি বিশ্ববিদ্যালয় ০১ টি
মেডিকেল কলেজ (সরকারি) ০১ টি
মেডিকেল কলেজ (বেসরকারি) ০৩ টি
ক্যাডেট কলেজঃ ০১ টি
বেসরকারি কলেজঃ ৩১ টি
বাণিজ্যিক কলেজ (সরকারি) ০২ টি
শিক্ষক প্রশিক্ষণ কলেজঃ ০১ টি
পিটিআই ০১ টি
এইচএসটিটিআই ০১ টি
মেডিকেল এসিসটেন্ট প্রশিক্ষণ কেন্দ্র (সরকারি) ০১ টি
মেডিকেল এসিসটেন্ট প্রশিক্ষণ কেন্দ্র (বেসরকারি) ০১ টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৫৫ টি
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এল্ড কলেজ) ৯০টি
সরকারি মাধ্যমিক বিদ্যালয় ০৯ টি
সরকারি কলেজ ১০ টি
মাধ্যমিক বিদ্যালয় ৫৮০ টি
দাখিল মাদ্রাসা ২৩৩ টি
আলিম মাদ্রাসা ৭৫ টি
ফাজিল মাদ্রাসা ৬৩ টি
কামিল মাদ্রাসা ১০ টি
প্রাথমিক বিদ্যালয়ঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩৩০ টি
রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় (স্থায়ী) ৬৭৩টি
রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় (অস্থায়ী) ১১টি
নন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় (অনুমতি প্রাপ্ত) ১৩ টি
নন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় (অনুমতি বিহীন) ১৪ টি
কিন্ডার গার্টেন ১০৮৬ টি
এনজিও পরিচালিত পূর্ণাঙ্গ প্রাথমিক বিদ্যালয় ০৩ টি
এনজিও পরিচালিত শিক্ষাকেন্দ্র ৫৪৩ টি
স্বতন্ত্র ইবতেদায়ী ৭১ টি
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ২২৬ টি
উচ্চ মাদ্রাসা সংযুক্ত ইবতেদায়ী ৩২২ টি
পরীক্ষণ বিদ্যালয় (পিটিআই সংযুক্ত) ০১ টি
উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় ১২ টি
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ০১ টি
আনন্দ স্কুল ৪৭৬টি
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ০৯ টি
শিক্ষার হার ৬০.০২% (২০১১ সালের শিক্ষা জরিপ)
স্বাস্থ্য সংক্রান্ত তথ্যঃ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ০১ টি
জেনারেল হাসপাতাল ০১ টি
পুলিশ হাসপাতাল ০১ টি
কুমিল্লা কেন্দ্রীয় কারা হাসপাতাল ০১ টি
সম্মিলিত সামরিক হাসপাতাল ০১ টি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২১ টি
ডায়াবেটিক হাসপাতাল ০২ টি
চক্ষু হাসপাতাল ০২ টি
পল্লী স্বাস্থ্য কেন্দ্র ১৩ টি
টিবি ক্লিনিক ০১ টি
স্কুল হেল্থ ক্লিনিক ০১ টি
উপ-স্বাস্থ্য কেন্দ্র ৪৮ টি
ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ১২৩ টি
জন্ম নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হার ৬৭.১৫%
যাতায়াত ব্যবস্থাঃ
সড়ক ও জনপথ বিভাগঃ
মহাসড়ক পাকাঃ ৬৪১.০০ কি:মি:আধাপাকাঃ ১৩৬.০০ কিঃ মিঃকাঁচাঃ ৩১০.০০ কি:মি:
আঞ্চলিক মহাসড়ক পাকাঃ ৬৯.০০ কি:মি:
আধাপাকাঃ ৩৩৮.০০ কি:মি:
জেলা সড়ক মোটঃ ৫৪৩.০০ কি:মি:পাকাঃ ৪৫৮.০০ কি:মি:কাঁচাঃ ৮৫.০০ কি:মি:
কুমিল্লা সিটি কর্পোরেশন সড়ক
পাকা ১১০.০০ কিঃ মিঃকাঁচাঃ ৫.০০ কিঃ মিঃ।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগঃ
মোট রাস্তার সংখ্যাঃ ৩৩৮৩ টি
রাস্তার মোট দৈর্ঘ্য (কি: মি:) ৯,১০১ কি:মি:
কাঁচা রাস্তার মোট দৈর্ঘ্য (কি: মি:) ৬,১১৬ কি:মি:
পাকা রাস্তা ২০২৩.৮ কি:মি:
আধা পাকা ৪৫২.৩১ কি:মি:
কাঁচা রাস্তা ১৪৩.৪৪ কি:মি:
জেলা পরিষদ ডাক বাংলো ১৫টি
যাত্রী ছাউনী ২৬টি
অন্যান্যঃ
রেলপথ ২১২.০০ কি:মি:
ফেরীঘাট ৩৪ টি
নদীবন্দর ০১ টি
প্রধান নদী মেঘনা, গোমতী, ডাকাতিয়া, তিতাস ও কাকড়ী। ভূমি সংক্রান্ত তথ্যঃ
মোট ভূমি ৭,৬০,১৭৫ একর
চাষাবাদ যোগ্য ভূমি ৫,৯৩,৩৮০ একর
চাষের অযোগ্য ভূমি ১,৫৩,৯৩৩ একর
একফসলী ভূমি ১,৩১,০৬২ একর
দোফসলী ভূমি ৩,৫৫,০৩৭ একর
তিনফসলী ভূমি ১,০৬,৯৯৪ একর
সেচের আওতায় ৩,১৯,৯৪৭ একর
মোট বনভূমি ২.১৮১ একর শিল্প সংক্রান্ত তথ্যঃ
ইপিজেড ০১ টি
বস্ত্রকল ০৭ টি
পাটকল ০৪ টি
ইঞ্জিনিয়ারিং ও স্টিল ৪৯৯টি
কোমল পানীয় ০১ টি
হিমাগার ২৮টি
গার্মেন্টস ০১টি
সিনেমা হল ১৯ টি
ক্ষুদ্র ও কুটির শিল্পঃ
মোট ক্ষুদ্র ও কুটির শিল্প ১২৫৭০ টি
ক্ষুদ্র শিল্প ২১৬৯ টি
কুটির শিল্প ১০৪০১ টি
শিল্প নগরী ২(দুই) টিবিসিক শিল্প নগরী, কুমিল্লা বিসিক শিল্প নগরী, চৌদ্দগ্রাম
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকাকুমিল্লা ইপিজেড
মোট শিল্প ইউনিট সংখ্যা - ৪৭ টি
উৎপাদনশীল ইউনিট - ৩২টি
নির্মাণাধীন শিল্প ইউনিট - ১৫ টি
প্রস্তাবিত শিল্প ইউনিট - ০২ টি
শিল্প ইউনিট - ৬০টি
মোট প্লট সংখ্যা - ২০৮টি
কর্মসংস্থান ৪০,৫০০ জন
বৃহৎ শিল্প ইপিজেড ০১ টি বস্ত্রকল ০৭টি।
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://www.newssamahar.com/nss/8010