ঈদ উপলক্ষে ভ্রমণপিপাসুদের জন্য নতুন সুবিধা এনেছে হোটেল বুকিং ওয়েবসাইট ঘুরবো ডটকম। দেশের বিভিন্ন ট্যুর অপারেটরদের বিভিন্ন প্যাকেজ এক জায়গায় এনেছে প্রতিষ্ঠানটি।
image sources
ঘুরবোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিতে অনেকেই বেড়াতে যান। দেশের বিভিন্ন পর্যটন স্থান ছাড়াও ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই ও ইন্দোনেশিয়ায় ঘুরতে যান অনেকেই।
বাংলাদেশের বিভিন্ন ট্যুর অপারেটর এ সময় নানা প্যাকেজ অফার ঘোষণা করে। ভ্রমণপিপাসুদের জন্য সহজে এসব প্যাকেজ খুঁজে নিতে সুবিধা দিচ্ছে অনলাইন পর্যটন প্ল্যাটফর্মটি।
ঘুরবোর প্রধান নির্বাহী মেহেদী হাসান বলেন, ‘সহজে বিভিন্ন অফারের ভিড়ে পর্যটকদের দরকারি প্যাকেজ খুঁজে বের করার সুবিধা দিচ্ছে ঘুরবো। এখান থেকেই তা বাছাই ও ফরমাশ করতে পারবেন। দেশের ভেতর পর্যটকেরা ইনস্যুরেন্স-সুবিধা পাবেন। বিস্তারিত https://www.ghurbo.com/tour এই সাইট থেকে জানা যাবে।’