ফ্রি থাকলে চলেন হালকা আড্ডা দেয়া যাক। ক্রিপ্টো কারেন্সী রিলেটেড আড্ডা। এই ধরেন কে কোন কয়েন মাইন করেন; কবে থেকে করেন, হ্যাশ রেট কেমন পান, মাইনিং রিগ, কোন ওয়ালেট ইউস করেন ইত্যাদি।
সংক্ষেপে আমার স্টোরি দিয়ে শুরু করি। ক্রিপ্টো কারেন্সী নিয়ে আমার আগ্রহ শুরু হয় যখন বিটকয়েন এর দাম ছিল $৩২ ডলার। তেমন কিছুই বুঝিনা তাও আর্টিকেল পড়ে ল্যাপটপে মাইনার ইনস্টল করে রান করে বসে থাকলাম ২ দিন। স্বাভাবিকভাবেই কোনো শেয়ার পাইলাম না । হতাশ হয়ে ছেড়ে দিলাম। তারপর জানলাম ASIC এর কথা। যাই হোক বিটকয়েন হলো না। একদিন চোখে পড়লো Ethereum, দাম চলে $১৫ আর চরম হাইপ চলতেসে এটার। হিসেব করে দেখলাম ট্রেডিং করার চেয়ে মাইনিং করা বেশি নিরাপদ হবে। কয়েক সপ্তাহ প্রচুর ঘাটাঘাটি করে এমডি RX ৪৮০ GPU কেনার সিদ্ধান্ত নিলাম। পুরো IDB ঘুরে একটাই মাত্র পাইলাম, তাও Shaphhire এর না, গিগাবাইট! মন একটু খারাপ হলেও মেশিনটা হাতে নিয়ে মনের আনন্দ আর চেপে রাখতে পারলাম না। আজ প্রায় ৩ মাস হলো ইথারিয়াম আর রিসেন্টলি সায়াকয়েন ডুয়াল মাইনিং করি। Avg, ETH এর ২৬.৫ mh/s আর SIA ৬২০ h/s থাকে। ডুয়াল মাইনিং করলে অবশ্য ETH এর ২৪.৫ mh/s হয়। BIOS Flash করিনি। Claymore Dual Miner দিয়ে Nanopool-এ চলে মাইনিং। আর পেমেন্ট নিসি ২ বার।....... অনেক বলসি, এবার আপনাদের গপ্পো বলেন। আর প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। :)
Vhai Mining Ki Kono Prokar extra mechine Chara chole na?
Hya vai, Shudhu PC ba Laptop diyeo mining kora jay. Kichu coins ache jegulo just CPU diye mine kora jay, kichu coin ache jegulo mainly GPU diye mine korte hoy, r kichu ache jegulor jonno ASIC miner lage. Eta depend kore apni kon coin mine korben tar opor. Jemon Bitcoin akhon ASIC diye mine kora hoy, jodio apni chaile cpu/gpu diyeo mine korte parben. abar Ethereum muloto GPU diye mine kora hoy, tobe cpu diyeo kora jay. Abar Bytecoin-BCN kebol CPU diyei mine kora jay. Tobe, mul beparta holo apni jodi GPU ba ASIC na kenen tahole mine kore jei taka earn korben tar cheye apnar current bill e hoyto beshi ashbe, lav hobena. Jemon amar core i3 processor diye 6 ghontay ja taka ashe, RX 480 GPU diye 1 second a shei poriman taka ashe. RX 480 diye monthly around 5 hajar taka earn korte parben.