সানজামুল ইসলামের ঘূর্ণিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এই স্পিনার ৫ উইকেট তুলে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দল অলআউট হয় ২১৩ রানে। যাতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের চার দিনের ম্যাচে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ১৩২ রান। যে লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে করেছে ২৭ রান। শেষ দিনে জিততে দরকার ১০৫ রান।
৬ উইকেটে ৩২২ রানে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ আর মাত্র ১৫ রান যোগ করতে হারায় শেষ ৪ উইকেট। ৩৩৭ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়ে নেমে শুরু থেকেই আইরিশ ব্যাটসম্যানদের ওপর প্রভাব বিস্তার করেছে স্বাগতিকরা।
উইকেট উৎসবের শুরুটা করেছিলেন সানজামুল। জ্যাক টিক্টোরকে (৯) ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন তিনি বাংলাদেশকে। পরে এই স্পিনার আরও চার ব্যাটসম্যানকে ফিরিয়ে অল্পতে আয়ারল্যান্ডকে বেঁধে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৯০ রান খরচায় তিনি পেয়েছেন ৫ উইকেট। ৩টি উইকেট পেয়েছেন মেহেদী হাসান।
মেহেদীর এই উইকেটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেমস শ্যাননেরটি। আয়ারল্যান্ডকে ২১৩ পর্যন্ত নিয়ে যাওয়ার পথে সবচেয়ে অবদান এই ওপেনারের। দলের সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেছেন তিনি। ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় সাজানো শ্যাননের ইনিংসটি থামে মেহেদীর ঘূর্ণিতে।
১৩২ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। শুরুতেই আউট হয়ে যান জাকির হাসান (৪)। ওই ধাক্কা সামলে ওঠার আগেই আবার ফিরে যান অধিনায়ক নাজমুল হাসান (০)। দিনের বাকি সময়টা অবশ্য কাটিয়ে দিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম (১৪) ও আল-আমিন (৯)।
wow
thank you
Congratulations @kumartorun! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
You got a First Reply
Award for the number of upvotes
Award for the number of upvotes received
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Go tigers
thank's for support tigers