বাংলাদেশে এখন ডিম বলতে সবাই পোল্ট্রি মুরগীর ডিম খেয়ে থাকে। দেশি মুরগীর ডিম এখন পাওয়া যায় না বললেই চলে। কিন্তু এই পোল্ট্রি মুরগীর কি খেয়ে বড় হয় বা ডিম দেয় আমরা কেউ জানিনা। কিছু অসাধু ব্যবসায়ীরা ট্যানারীর বিষাক্ত বর্জ্য দিয়ে পোল্ট্রি মুরগীর খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে ক্রোমিয়াম সহ ভারী বিষাক্ত ক্যান্সার সহায়ক উপাদান থাকে। যা মুরগীর দেহে ঢুকে মিশে যায়। আর এই সমস্ত মুরগী যেসব ডিম দেয় তার মধ্যে দিয়ে তা মানব দেহে ঢুকে পরে। এর ফলে মানুষের লিভার সিরোসিস, ক্যান্সারসহ বিভিন্ন ভয়ানক রোগে আক্রমন করে। আজকে ঢাকার আমিন বাজারে এই ফিড তৈরি করার অপরাধে আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এবং বিপুল পরিমানে পোল্ট্রি ফিড জব্দ করে। যা খুবই প্রসংশার দাবী রাখে।
সুন্দর হইছে ভাই.
অনেক ধন্যবাদ ভাই।
This post has received a 0.21 % upvote from @speedvoter thanks to: @sanjayshil2018.
This post has received a 0.09 % upvote from @drotto thanks to: @sanjayshil2018.
This post has received a 46.75 % upvote from @fredrikaa thanks to: @sanjayshil2018.