শুধু তোমারই ছবি এঁকে,
চেয়ে আছি আজ দুটি চোখে,
শুধু তোমারই স্বপ্ন মেখে ।
তুমিকি আসিবে জোছনা হয়ে
ভালোবাসায় আমায় ভেজাতে,
তুমিকি আসিবে দক্ষিণা হয়ে
ভরসার হাতটি বাড়াতে ।
পরেছি যে তোমারই প্রেমে
তোমার সাথে প্রথম দেখাতে,
মন চায় তাই ক্রমে ক্রমে
শুধু তোমারই প্রেমে হারাতে।
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.
