অচেনা মেঠো পত, অচেনা প্রকৃতি,
অচেনা সবুজ ফসলের মাঠ ।
আমার সঙ্গে এক
দূর সম্পর্কের ভাইও ছিল ।
ওর সাথেই নানা রকম
জানা-অজানা বিষয় নিয়ে তর্ক করছিলাম ।
হঠাৎ ভাই আমার বলল-
"দাদা, এই আমার ছোট মামী ।
তমাকে যার কথা বলেছিলাম-
সেই অন্তরা মামী ।"
আমার চোখ তখন ছিল
শাদা বকের ঝাকে
আর মেঠো পথের বাকে ।
চোখ ফেরাতেই চমকে উঠলাম আমি তোমায় দেখে ।
তোমার পরনে লাল শাড়ি,
কপালে রক্তলাল সিঁদুর ।
দু'হাত তুলে বললাম আমি-
" নমস্কার, আমি অভি ! এখানে এসেছি নতুন ।"
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.
The second part was very good like the first part.
This post has received a 8.37 % upvote from @booster thanks to: @alaminhosssain.