আঁধার তখন গ্রাস করতে চায় ধরাকে।
আলোময় দিন শেষে-
আধারের ইতিহাস রচিত হয় নতুন করে।
সহসা কোথা হতে
ভেসে আসে বীভৎস আওয়াজ;
বাতাসের বুকে কান পেতে
শুনতে পাই ঝড়ের পুর্বাভাস ।
ক্ষনিক বাদে বন্দি হলো পৃথিবী
ঝড়ো হাওয়ার জালে বন্দী হলাম আমিও।
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.
কবিতাটি ভাল লাগল।
This post has received a 4.84 % upvote from @booster thanks to: @alaminhosssain.