মনের ভুবনে স্বপ্নে জাগরনে;
নিরব বেদনার ঐ বালুচরে,
খুজে ফিরি আজ আমার স্মৃতির ভুবনে।
রোজ বাজে এই বুকে পদযুগল
এসেছিলিস এই মনে দিয়েছিলি পদধ্বনি ।
ফিরলি না এই হৃদয় মাঝে,
শুধু মনে বাজে শুধুই তোর পথের বানী;
পথের পানে ফেলে রাখি হৃদয়
আশায় কাটাই তোর আগমনে।
যদি একলা জীবনে ক্লান্ত হয়ে বসে থাকি অন্যমনস্ক হয়ে
তুই কোকিল হয়ে গান শুনিয়ে যাস আমাকে।
যদি শরতকালে নদীর বাক দিয়ে হেটে যাই
তুই কাশফুল হয়ে জড়িয়ে নিস এই আমাকে।
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.
কবিতার উপরের 4 লাইন অসাধারণ ছিলো । খুবই ভালো লাগল । কিন্তু নিচের লাইনটাতে এসে কেমন যেন একটু অমিল অমিল লাগছে । পুনর্বিবেচনার পরামর্শ রইল । আপনার আরো কয়েকটি কবিতা পড়েছি সেগুলোর সব লাইন ই ভালো লেগেছে । আসলে ই আপনি কাব্য প্রেমিক (কবি) ।
can you translate it to english sir?
i am sure if you can do bilingual, it will be better