প্রেম টেম এখন আর হিয়ায় ধরেনা। এখন আর অন্ধের মত প্রেমে পড়িনা, মনের তৃষ্ণা হয়না হয়ত তাই।
এই পৃথিবীর প্রেম কত পরিত্র ছিল, হরেক রকমের মানুষ এসে সব কিছু কেমন ঘোলাটে করে দিল। প্রেম এখন কারাগারে আর কামনারা চারদিকে ঘুরছে আর ঘুরছে।
অনেক দিন পর কবিতা পড়লাম তাই একটু অন্যরকম কমেন্ট করে ফেললাম। ভাল লিখেছেন। সত্যি ভাল লাগলো.........!!!