এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক প্রয়োজন
তাই আমি বসে আছি,
দরোজার ওপাশে ....
আবেগী এই রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যায়
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
দরোজার ওপাশে ...
চলে যাওয়া সেই পথে
ভুল করে এসে
আমার এই মন কাঁদে
না তোমায় পেয়ে
তাই আমি বসে আছি
দরোজার ওপাশে ...
তাই আমি বসে আছি
দরোজার ওপাশে ...
মনে হয় এতটা পথ অতিক্রম করে, সারারাত জেগে কারো জন্য অপেক্ষা করে অাছেন।কিনতু সে মনে হয় সারা দিছছে না। অপেক্ষা করতে থাকুন,তাকে পেয়ে যাবেন যে কোন মূল্যই হোক।