প্রথম দর্শনে সিলিকনের রিস্টব্যান্ডটি অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই মনে হতে পারে। কিন্তু এটি মনের খবর জানাতে পারে। ‘মুডবিম’ নামের রিস্টব্যান্ড অ্যাপের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকে। এতে আছে হলুদ ও নীল রঙের দুটি বোতাম। হলুদ বোতাম টিপে দিলে বোঝা যাবে আপনি আনন্দময় সময় কাটাচ্ছেন আর নীলটি টিপলে বোঝা যাবে আপনার মনটা আজ খারাপ।
Congratulations @tamina! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking