রাগ সংবরণের গুরুত্ব এবং উপায়

in #bdcommunity4 years ago

আমাদের মানবীয় গুনাবলী সমুহের মধ্যেকার যে খারাপ দিকগুলো বড় বড় বিপর্যয় ডেকে আনে, "রাগ সংবরণ করতে না পারা" তার মধ্যে অন্যতম। অল্পতেই রেগে যাওয়া কিম্বা রাগের সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ব্যক্তিদের দ্বারা রাগান্বিত অবস্থায় যে কি মারাত্নক বিপদ হতে পারে তার একটা উদাহরণ কয়েকদিন আগে ঘটেছে আমার বাড়ির পাশেই।

সপ্তাহখানেক আগে, ওমানে কর্মরত একজন বাংগালীর হাতে খুন হয়েছে তারই দুইজন আত্নীয়!! মাত্র ৪০ ওমানী রিয়াল নিয়ে বিবাদে লিপ্ত হয়ে ছুরি দিয়ে হত্যাই করে ফেলেছে তার মামা সম্পর্কিও দুইজনকে। আরেক জন এখনো হাসপাতালে ভর্তি। হত্যাকারী পুলিশের হাতে আটক!

মুহুর্তের মধ্যে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় একমাত্র বিজয়ী পক্ষ হচ্ছে মানুষের চির শত্রু শয়তান। শয়তানের ওয়াসওয়াসাতে মানুষ যখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন সে নিজেই হয়ে ওঠে সাক্ষাৎ শয়তান! অথচ কুরআন এবং হাদিসের মাধ্যমে বার বার আমাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে যেন আমরা শয়তানের ফাদে না পড়ি। এজন্য রাগ সংবরণের উপকারিতা এবং উপায় সম্পর্কে ইসলামে স্পষ্ট নির্দেশনা আছে। এ সম্পর্কিত কয়েকটা হাদিস আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।

(Image not shown due to low ratings)


Images were hidden due to low ratings.