STEEMIT এ সঠিক ভাবে উপার্জন করার নিয়ম ও বিড বোটের বিস্তারিত সম্পর্কে আলোচনা

in #bidbot7 years ago (edited)

হ্যালো বাংলাদেশি স্টেমিয়ান্সরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন। বিষয়টা হচ্ছে কীভাবে STEEMITএ ভালো ইনকাম করা যায়। প্রতিদিন হাজার হাজার নতুন ইউজার STEEMIT এ জয়েন করছে , তাদের মধ্যে অনেক বাংলাদেশি ইউজাররা রয়েছেন। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আনুমানিক ১০-২০% বাংলাদেশী ইউজাররা সঠিকভাবে এই প্লাটফর্মটি ব্যাবহার করছেন, বাকিরা করছেন না। অনেকে ভালো ব্লগিং করতে পারেন কিন্তু অলসতার কারনে করেন না। তাই অলসতা কাটিয়ে দৈনিক ১০/২০টা করে আনকোয়ালিফাইড পোস্ট না দিয়ে একটি কোয়ালিফাইড পোস্ট দেওয়া উত্তম।

আপনার একটি কোয়ালিফাইড পোষ্ট আপনার ঐ ১০/২০টা আনকোয়ালিফাইড পোস্টের তুলনায় বেশি লাভ দিবে। আমরা অনেকেই জানি পোস্টকে প্রমোট করার জন্য অনেক বোট বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে। STEEMIT এ দুই ধরনের বোট এই সার্ভিস দিয়ে থাকে , তারা হচ্ছেঃ বিড বোট সার্ভিস ও পোস্ট প্রমোশন সার্ভিস ।

AA.png

বিড বোট সার্ভিসঃ


এসকল বোট বিডিং সিস্টেমে ভোট দিয়ে থাকে । প্রতি ২ঘন্টা ৪০ মিনিট পর পর একেকটি নতুন বিড উইন্ডো শুরু হয় । আপনি এ সকল বিড বোট সম্পর্কে আরো জানতে পারবেন steembottracker.com এই সাইটে গিয়ে । এই সাইটে আপনি কমপক্ষে ২০/৩০টা বিড বোট দেখতে পাবেন। সকল বিড বোটের মধ্যে অন্যতম বোট সার্ভিস গুলো হচ্ছে @booster @buildawhale @postpromoter @appreciator @rocky1 @upme @smartsteem @therising .

বিড বোটের ভোট ডিস্ট্রিবিউশন পদ্ধতিঃ


আগেই বলেছি বিড বোট প্রতি ২ঘন্টা ৪০ মিনিট পর পর একেকটি নতুন বিড উইন্ডো শুরু করে। এই সময়ের মধ্যে যত বিড আসবে সব বিড রিকোয়েস্ট বোট তার ১০০% এর সমপরিমাণ ভোট ডিস্ট্রিবিউশন করবে। ভোট ডিস্ট্রিবিউশন পদ্ধতি নিচে উদাহরনস্বরূপ বুঝানো হলঃ

ধরি 'ক' ও 'খ' দুটি ইউজার । 'ক' বিড দিয়েছে ৬০ SBD এবং 'খ' বিড দিয়েছে ৪০ SBD । বিড বোটের বিড উইন্ডোর সময় শেষ হলে । 'ক' পাবে ৬৬% এর ভোট এবং 'খ' পাবে ৩৩% এর ভোট । বিড বোট ব্যবহার করার সময় সচেতন থাকতে হবে। যদি বিড বোটের Max Suggested Bid এর চাইতে বেশি বিড হয় তাহলে লাভের পরিমান কম হবে। বিড বোট সর্বোচ্চ ১০% লাভ (After Curation - Capped) দিয়ে থাকে।তাই বিড বোট ব্যবহার করার সময় এসব দিকে খেয়াল রাখবেন।

আমার রিকমেন্ডেড বিড বোট সার্ভিসগুলোঃ


এসকল বিড বোট গুলোর মধ্যে আমি @booster @buildawhale @postpromoter এই তিনটি বোট বেশি ব্যবহার করি। তার কারন গুলো হচ্ছেঃ

@booster : এই বোটটি @fyrstikken@inerta এর দ্বারা পরিচালিত । আমার জানামতে এটিই STEEMIT এর সর্বপ্রথম বিড বোট । বোটটি ভালো সার্ভিস দেয় । বোটটি বিভিন্ন রিয়েলিটি শো স্পন্সার করে থাকে যেমনঃ @jonny-clearwater এর Hots Or Shots সাপ্তাহিক রিয়েলিটি শো। রিয়েলিটি শোটি দেখতে আপনি @jonny-clearwater এর ব্লগে যেতে পারেন । আপনিও যদি চান একটি রিয়েলিটি শো শুরু করতে তাহলে আপনি @booster কমিউনিটি ইউজারদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে তাদের এই steemspeak.com ডিস্করড চ্যানেলে চলে যান ।

@buildawhale : বোটটি পরিচালনা করেন @themarkymark । তিনি STEEMITAbuse fighter নামে পরিচিত। তিনি STEEMIT এর যে সকল ইউজাররা ভুল পন্থা অবলম্বন করে তাদেরকে প্রতিরোধে কমিউনিটি সাহায্য করে থাকেন। @buildawhale দৈনিক Buildawhale Curation Digest নামক একটি কম্পিটিশন স্পন্সার করে থাকে। যেখানে @buildawhale এর থেকে ভোট নেওয়া পোষ্টগুলা যাচাই বাছাইয়ের পর নির্বাচিত করা হয়। তাছাড়া @buildawhale দৈনিক blacklist update দিয়ে থাকে, যেখানে আনকোয়ালিফাইড ও স্পামার ইউজারদেরকে ব্যান করা হয়। তাদের ডিস্করড চ্যানেলের লিঙ্ক এটা Buildwhale Discord

@postpromoter : @postpromoter সকল বিড বোটের মধ্যে সবচেয়ে বেশি STEEM POWER এর অধিকারি। বোটটি পরিচালনা করেন @yabapmatt@postpromoter এর পাশাপাশি তিনি steembottracker.com ও পরিচালনা করেন। @postpromoter ও Spam (Frequency, Quality),Plagiarism,Fraud or Scam এর বিরুদ্ধে পদক্ষেপ অনুযায়ি @buildawhale এর Blacklist ব্যবহার করেন। তার মানে আপনি যদি @buildawhale এর ব্লাকলিস্টে থাকেন তাহলে আপনি @postpromoter এর ও ব্লাকলিস্টে আছেন।

DQmZJ3CEfmuJyDbDa8QjEfxVirU2sywpkUYuScp4Q6wcken.png

আজ এই পর্যন্ত কাল আমি কথা বলবো পোস্ট প্রমোশন বোট সার্ভিস নিয়ে। আশা করি আমি আমার সব পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছি। আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন অথবা আমার সাথে ডিস্করডে যোগাযোগ করতে পারেন। আমার ডিস্করড লিঙ্ক হচ্ছে DISCORD

ধন্যবাদ @zaku

Sort:  

When it comes to bid bots I can say that @smartsteem is one my favorite bet. Almost all my bid are on positive income for me that is why I recommended it as well

What is this about? Is it Indian?!

No it's Bangla language.For Bangladeshi user

great informative post. Thanks bro!!!

চমৎকার একটি পোস্ট। নতুনদের জন্য অনেক হেল্পফুল। এরকম পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি যেটা নোটিশ করেছি তা হলো, শর্টকাট আর্নিং এর প্রবণতা। এবং এটি খুব ভয়াবহ একটু অসুস্থতা আমি বলব। বিনা খাটুনিতে, অনলাইন থেকে আয় করার প্রবণতাটা বাংলাদেশের ছেলেমেয়েদের বেশি দেখা যায় ইদানিং।
Steemit - জয়েন করেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে জয়েন ও পোস্ট করা শুরু করেন, এবং কিছুদিন পড়ে হতাশ হয়ে ছেড়ে দেন।
যেকোন বিষয়ে আমরা যদি একটু স্টাডি করি, ওই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে কাজ করি তাহলে সেই মাধ্যম থেকে মোটামুটি আর্নিং করা যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি।
আর একটি কথা দিয়ে শেষ করছি। কষ্ট ছাড়া কেষ্ট মেলেনা, এই প্রবাদটি আমরা সবাই মোটামুটি বহুবার শুনেছি। এবং এই প্রবাদটি আসলে চিরন্তন সত্যি।
প্ররিশ্রম ছাড়া কোন কিছুই মেলেনা। আর Steemit এ প্ররিশ্রমের সাথে আরেকটি থাকা জরুরী আর তা হলো, ফিনান্সিয়াল ব্যাকআপ। এই সাইট থেকে দ্রুত আয় করতে হলে আপনাকে কিছু অর্থ ইনভেস্ট করতেই হবে।
Steemit এ আয়ের উপায় গুলো নিয়ে বিস্তারিত একটি পোস্ট লিখছি। পড়তে চাইলে ফলো করে সাথে থাকুন।

@zaku আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ এরকম একটি সুন্দর পোস্ট করার জন্য।

সবার জন্য শুভ কামনা। (Happy Earning)

অনেক সুন্দর কিছু কথা বলেছেন,

শর্টকাট আর্নিং এর প্রবণতা

এই কারনে আমরা অনেক বাংলাদেশীরা নিজেদের রেপুটেশন নষ্ট করছি আসা করি সবাই এই শর্টকাট এর পথ থেকে সড়ে দাঁড়াবেন । ধন্যবাদ আপনার এতো সুন্দর একটি কমেন্টের জন্য ।

thik bolsen.... tobe takar jaigai time invest korlei ektu somoy diye valo ekta account dar korano somvob...., amra 23 jon shuru koresilam, ekhon 2 jon baki asi... :D

Ok ভাই আপনি এত সুন্দর চমংকার করে পোষ্ট।হয়েছে। আছে আমার আপনার কাছে প্রশ্ন আছে।
১) আমি কি বাংলায় পোষ্ট করতে পারি Steemit এ?
২ আমি কি একটা কমেন্ট করতে পারি বারর বার অননের পোষ্ট।
৩) আছে অননের পোষ্টে ছোট কমেন্ট করে কি অসবিদা হবে।

ধন্যবাদ । আপনার প্রশ্নের উত্তরঃ

১) আমি কি বাংলায় পোষ্ট করতে পারি Steemit এ?

হ্যা অবশ্যই পারবেন। আপনি দেখতেই পারছেন আমার পোস্টটা বাংলায় দেওয়া। এখন স্টিমিটে অনেক বাংলাদেশী ইউজার রয়েছে । আরো ভালো হবে আপনি আপনার পোষ্ট এর tag অপশন এ "bangla" "bangladesh" add করতে পারেন ।

২) আমি কি একটা কমেন্ট করতে পারি বারর বার অননের পোষ্ট ।

অন্যের পোস্টে কমেন্ট করতে পারবেন , কিন্তু মাত্রাতিরিক্ত কমেন্ট ঐ ব্যক্তি কে বিরক্ত করতে পারে। তাই কমেন্ট করার সময় খেয়াল রাখবেন যে আপনি যেই পোস্টে কমেন্ট করছেন কমেন্টটা ঐ বিষয়বস্তুর হতে হবে, সচারাচর ব্যবহৃত ছোট কমেন্ট যেমনঃ hi, hello , thank you, ok etc এসব ব্যবহার করা যাবে না।এগুলো কে কমিউনিটির ভাষায় spam বলে তাই spam করা থেকে বিরত থাকুন ।

৩) আছে অননের পোষ্টে ছোট কমেন্ট করে কি অসবিদা হবে।

২ নং প্রশ্নের উত্তরে দেওয়া আছে ।

ভাই আপনাকে অনেক ধ্যনবাদ। আপনি আমাকে এত সুন্দর করে বলার জন্য। মন থেকে ধ্যনবাদ আপনাকে।

Thanks @zaku for very helpful post. I feel proud of you as a Bangladeshi. Thanks for sharing such a wonderful blog.

Thanks for your sweet words 🙂

very helpful article,,thanks

hahahahaha, ok.

আমাদের মত নতুনদের জন্য অতি প্রয়োজনীয় বিষয় গুলো তোলে ধরার জন্য অনেক ধন্যবাদ । পরবর্তী ধাপের আপনার পরবর্তী পোস্ট এর অপেক্ষায় রইলাম...।।

Please provide english version as well

Apnake onk onk thanks.
Apni amader k as bangali onk important news disen.
Really this is too good.

It's my pleasure to help my country people 🙂

Thank you amu apnke fully support kori.Really good work.

ভাইয়া আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগছে এবং অনেক উপকার হয়েছে আমাদের বাংলাদেশী লোকেরা যে এত ভালো করতে আছে আসলে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি আপনারা যারা সিনিয়র person আছেন তারা যদি আমাদের ছোটদেরকে হেল্প করেন তাহলে আমরাও অনেক ভালো কাজ করতে পারবো আর আপনার কাছে অনুরোধ রইল যে আপনি একটু আমার ব্লক-এ এসে দেখবেন যে আমার পোস্টগুলো ঠিক হচ্ছে কিনা এটা আপনার কাছে আমার অনুরোধ রইল ধন্যবাদ

Excellent post.... Thanks
I am new user... Pls visit my post and vote me ...

ভাই আমি আপনার পোস্ট টা পড়ে অনেক উপকৃত হলাম। আমি steemit এ নতুন। steemit সম্পর্কে ধারন খুবই কম ছিলো। আপনার পোস্ট টা পড়ার পর steemitসম্পর্কে ভালো একটা ধারনা পেলাম।

It's my pleasure bro 🙂

Vai ami blog post dai love story nia. Kintu amar posta tik moto income asa na. Vul kothai bujta parci na.

Hmmm .. apni amader discord e join koren aj rat 10 tay hangout ase amra try korbo problem solve korar amader discord link : https://discord.gg/Z3P6bbt

vai ami jodi cricket niye always post kori tahole toh kono problem hobe na ..tai na

r tk chara kivabe success hoya jay. pls vi. bolen

আপনি যদি ক্রিকেটে ব্লগিং করতে পছন্দ করেন তাহলে কোন সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখবে কখনোই অন্য কোন ব্লোগ থেকে আর্টিকেল কপি/পেস্ট করবেন না। এতে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন ।

ইনভেস্ট ছাড়া সাকসেস হতে হলে আপনাকে এমন সব কোয়ালিটি পূর্ণ পোস্ট দিতে হবে যেগুলা দেখে মুগ্ধ হয়ে অন্যেরা আপনাকে আপভোট দিতে বাধ্য হবে । 👍

সত্যি আমি আপনাকে নিয়ে গর্ব করছি যে আপনি একজন বাংলাদেশী। আমি স্টিম ইট নিয়ে বড় স্বপ্ন দেখি। এ রকম পোস্ট পেলে সেটা সম্ভব হবে। আপনাদের সাথে আছি @hamidul

সহমত @hamidul bro..... @zaku ভাইকে তার কর্মকান্ডের জন্য আরো বেশি ভালো লাগে!
আমি @Zaku ভাইকে বলছি ভাই আপনার ফেসবুক আইডিতে আমাকে যুক্ত করবেন pls..

dhonnobad bhai apnar ei post ti amadr onk kaje dibe,amadr samne egote inspire korbe,emon post aro chai

Onek onek valo laglo vaiya...bangla te ato sondor vabe post ta korar jonno...onek helpful post. vaiya bottracker ar akta option ami tik bojtesi na...jodi akto clera korten khuv valo hoto

Screenshot_5.jpg

akhane "Min / Max ROI" bolte ki bojano hoyese...abar onak golate capped kora take...apni ata niye post a akto bolsen...but ami valovabe boji ni... akto details a bolle valo hobe vaiya...advanced thanks @zaku

আপনার লেখা দেখে ভাল লাগল। আসা করি এতে অনেক বাঙ্গালি উপকৃত হবে। বাঙ্গালীদের মধ্যে যারা ভাল কন্টেন্ট বানায় তাদের একে অপরকে চেনার একটি বিষয় আছে । এই চেনা পরিচয় হয়ে গেলে এবং স্টিম নিয়ে আর গভীর আলোচনা হলে হয়ত নতুনদের কাছে অনেক বিষয় পরিষ্কার হবে।

আমাদের পেজে আমন্ত্রণ রইল ঃ https://steemit.com/@steemcanvas

thanks it is helpful for me as a new comer

Nice informative post for beginner. Thanks bro!!!

Appreciated .. 🙂

You got a 2.84% upvote from @postpromoter courtesy of @zaku!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

valo kore bujhlam na vai! Video tutorial hole valo hoto!

কি বুঝতে পারেন নাই ভাই ? আমি তো সব ডিটেইলসে দিছি । 🙄

please following all friend

Now days I like booster

Why ? is there any special reason ?😉

Thanks a lot. If you ave some time , please see my post and tell if i write qualified content

ভাইয়া minnowbooster yr blacklish theke ber howyar kono niyom ace?

Wait korun ami kal ba porshu minnowbooster er features niye post korbo otate thakbe.

Ok donnobad....ekto taratari post ta koiren

এক কথায় অসাধারণ । খুব প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়া আছে এই পোস্টটিতে । ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট দেওয়ার জন্য ।

Dhonnobad alaminhosssain .. apnar kobita gula khub sundor

This post has received a 24.07 % upvote from @booster thanks to: @zaku.

বাংলাদেশী কারও পোস্ট ট্রেন্ডিং এ এসেছে দেখে খুব ভাল লাগল। আপনার এই পোস্ট পড়ে নতুনরা অনেক উপকৃত হবে। গুড লাক। 👌

ভাই আপনার সাথে কথা বলতে চাই, whatsapp ব্যাবহার করেন??

Sorry only discord for steemit conversation

Bhai discord use korina ami😒
Plz

আমি steemit এর একজন নতুন ইউজার আপনার এই পোস্টটি পড়ে আমি অনেক কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম এই পোস্ট একটি অসাধারণ বিশেষ করে নতুন ইউজারদের জন্য এরপর থেকে নতুন ইউজার রা অনেক ভাবে উপকৃত হবে এবং তারা ভাল পোস্ট করতে পারবে এবং কিভাবে পোস্ট করে ইনকাম করা যাবে তা ভালোভাবে জানতে পারবে তবে এটা আমার জন্য অনেক খুশির একটা সংবাদ
এধরনের পোস্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আপনি যদি আমার পোস্ট থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে আমি সবচাইতে বেশি আনন্দিত হব। কারন আমি প্রায় ২ ঘন্টা সময় ব্যায় করে এই পোস্টটা লিখেছি । ধন্যবাদ আমাকে অনুপ্রেনা দেবার জন্য, আপনাদের এই অনুপ্রেনাই আমার পরবর্তী পোস্ট এর জন্য ইচ্ছে জাগাবে । 👍

Hey nice to see you here @zaku
I am also from Bangladesh.
Your work so briliant @zaku.
Your post for people so helpfull
Thank you so much for sharing this post...
✌✌✌✌✌✌✌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Thanks afrin .. 🙂

This is the first i am seeing a bangladeshi having a good writing and content creator. These was very helpful for new comers like us. knowing the whole method will make it easy to work in here with a smart way.
Please continue your topic, we wanna konw more about its instruments and working pattern.
Thanks and best wishes from bottom of my heart to you.

Well you will see more ... from other bangladeshi users, we just need correct guideline .

Yeah hope so.

ভাইয়া আপনার Discord লিনক টা কাজ করছে না।
যদি আরেকবার দিতেন তবে ভাল হত

Many Bangladeshi people from your post will get back their work attitude. Those who can not understand how to get an income they will start to work on your post again in order to re-enter your post

Congratulations @zaku!
Your post was mentioned in the Steemit Hit Parade in the following category:

  • Pending payout - Ranked 8 with $ 520,64

khub sundor and upokari post

baiya osthir akta post.. very helpfull for newbies..plz talk with me in fb

ভাই @bittrex এনার কাজ কি? ইনি কি করেন? একটু বলবেন।

@bittrex হচ্ছে একটি cryptocurrency exchange । যেখান থেকে আপনি বিভিন্ন crypto coin ক্রয় বা বিক্রয় করতে পারবেন। আমরা Steem/Sbd buy/sell করার জন্য এটা ব্যবহার করি ।

your very excellent this inspiring good job ,thanks for shar.

nice post

Zaku Bro,
Thanks for the valuable advice for newer. Would you give me your discord ID or Facebook ID?

Thanks a lot

ভাই এটা কি পোস্ট দিছেন? আমার তো আরো আগে পড়া প্রয়োজন ছিলো........ ভাই সত্যিই অনেক উপকৃত হলাম
Thanks @zaku ভাই

Thanks bro. Your every post is very helpful for me.

ভাই ( বিড বোট সার্ভিসঃ)এর ব্যবহার সম্পর্কে ১টা ভিডিও দিলে আরও উপকৃত হতাম আমরা যারা নিচের লেভেলে আছি। একটু মাথায় রাখবেন। ধন্যবাদ

@zaku ভাই আপনি বিড বোট সার্ভিস এর ব্যাবহার নিয়ে একটা ভিডিও তৈরি করলে অনেক উপকৃত হতাম।