একদা এক ভিক্ষুক ভিক্ষা করছিলেন। তার দিন খুবি কস্টের মদ্ধে দিয়ে যাচ্ছিলেন। এরপর একলোক তাকে সালাহ দিলো, বলল, "তুমি সম্রাটের কাছে যাওনা কেনো, শুনেছি তিনি অনেক দানশীল, তুমি অনার কাছে কিছু চাইলে উনি না করবে না, তোমাকে অনেক অর্থ প্রদান করবে, যা দিয়ে তুমি সাচ্ছন্দে জীবন কাটাতে পারবে।"
ভিক্ষুক লোক্টির কথা শুনে আর বিলম্ব করলনা। সে চলে গেল সম্রাটের কাছে। সম্রাট শাহ-জাহান তখন নামায আদায় করতেছিলেন। ভিক্ষুক খেয়াল করলেন সম্রাট দুই হাত তুলে কার কাছে কি যেন চাইছেন, আর উনার চোখ দিয়ে অঝড় ধারায় পানি পরছে।
মোনাজাত শেষ করে চোখ মুছে উনি বাইরে বেড়িয়ে এলেন, তৎক্ষণাৎ ভিক্ষুক চলে যেতে লাগলেন। শাহ-জাহান বললেন, আপনি চলে জাচ্ছেন কেনো? আমইতো কাওকে খালি বিদায় দেইনা, আপনি কেনো ফিরে যাচ্ছেন?"
ভিক্ষুক জবাব দিলেন, "ওহে সম্রাট, আপনি নিজেইতো কার কাছে যেন চাইছেন। তাহলে আমি আপনার কাছে না চেয়ে আপনি যার স্বরনাপন্ন হয়েছেন, আমিও তার কাছেই চাইবো।"
শাহ-জাহান শুনে খুব খুশি হলেন।
আমাদের কাছে কেউ কিছু চাইলে কখনও খালি হাতে ফিরিয়ে দেবেন না। প্রিয় মুমিন ভাই-বোনেরা, আমাদেরও সকল প্রয়োজনে একমাত্র আল্লাহ্র কাছেই চাইবো। তিনি ছাড়া আমাদের কেউ কিছু দেয়ার ক্ষমতা রাখেনা। আর বেশি বেশি দান করবো। দান করলে সম্পদের পরিপূর্ণতা আসবে, বরকত হবে, বালা-মুসিবত থেকে আল্লাহ্ আসান দেবেন।