স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে স্বাগত জানাই
Published by Akash Barua · 11 mins ·
তোমার হাঁসিতে যাদু আছে!!!....🤔🤔🤔
''আমি সত্যি অভাক হইয়া যাই তোমার এমন সুন্দর মিষ্টি হাসি দেখে...
একটা পাখির হাসি এতটা সুন্দর হতে পারে সেটা তোমার হাসি না দেখলে
বুঝার উপায় ছিল না..
তুমি আমায় ধন্য করেছো তোমার অপরূপ হাসি দিয়া...তুমি হাসলে মনে হয় পুরা পৃথিবীটাই হাসছে তোমার সাথে..
তোমার হাসির তুলনা দেওয়ার মতো ভাষা আমার জানা নাই...
যদি কবি হতাম তবে তোমার হাসি নিয়ে অজস্র কবিতা লিখতাম মনের মাদুরি মিশিয়ে''......😂😂😂😂😂
বিঃ দ্রঃ-- কেউ ফাজলামি করবেন না কিন্তু এই মিষ্টি পাখির হাসি নিয়ে।.
photo:- courtesy of online...