আসসালামু আলাইকুম।
আজকে আমি নতুন এক ড্রাগন ফলের কথা বলবো এই ড্রাগন ফলটির ওজন এক কেজি ৩০০ গ্রাম। আজ রাতে এই ড্রাগন ফলটি কেটে খেলাম খেতে খুব একটা মজা না কারণে এতে টনিক্স ব্যবহার করে যার কারণে খেতে মজা লাগে না।
যে ফলগুলো টনেক্স ব্যবহার করে না সে ফলগুলো খেতে অনেকটা সুস্বাদু লাগে।
আপনারা কখনো ই এ জাতীয় বড় ফল খাবেন না এ জাতীয় বড় ফলে টনিক্স ব্যবহার করা হয় এই ফলটার ওজন হয়েছে এক কেজি ৩০০ গ্রাম যে ফলগুলো ৩০০ থেকে ৪০০ গ্রাম হয় ওই ফলগুলো অনেকটা মিষ্টি লাগে।
টনিক্স খাওয়া থেকে এড়িয়ে চলুন