শৈশবকাল সকল মানুষ এর জীবনে এক বার আসে ।শৈশব বলতে আমরা সাধারণত শিশুকাল কে বুঝায় ।কারো শিশুকাল কষ্টের আবার কারো শিশুকাল অনেক সুখের হয় ।সুখ আর দুঃক্ষ এ দুইটাই মানুষের জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত
https://www.google.com/search?q=child+picture&client=firefox-b-ab&tbm=isch&source=iu&ictx=1&fir=RnjrmWsr86E0aM%253A%252CiqzXx6r2OHvO5M%252C_&usg=AI4_-kTT5W9YyMoWK_8bBj9qPrFtxTCb1g&sa=X&ved=2ahUKEwi0trzw7f7dAhVNNrwKHZSaBAUQ9QEwB3oECAUQEg&biw=1366&bih=626#imgrc=uz_9lNedR-zX2M:
Image source
যদি শিশুকাল সুখের হয় তাহলে তার জীবন কাটে অনেক আনন্দে আর যদি শিশুকাল কষ্টের হয় তাহলে তার জীবনে নেমে আসে অসানতি আর অসানতি। শিশুকালে বাচ্চাদের বাড়ার সময় তাই এ সময় বাচ্চাদের অনেক যত্ন করতে হয় তানাহলে বাচ্চারা অপুস্টিতে ভোগে রোগবাগ আঁকড়িয়ে ধরে শিশুরা বড় হয় না ।সুতারং আমাদের উচিত শিশুকালে শিশুদেরকে আদোর যত্ন করা।