Say No To Smoking - Its injurious for life

in #blog7 years ago

Image Source

ছোট্ট একটি আগুনের ফুলকি থেকে যেমন বৃহত অগ্নিকান্ডের সূত্রপাত ঘটায়, ঠিক অনুরূপভাবে মাদকের ছোট আসক্তি থেকে বড় আসক্তির আবির্ভাব ঘটে। আর মাদকদ্রব্যের সর্বপ্রথম পর্যায়ে রয়েছে বিড়ি/সিগারেট। আর মাদকের আসক্তির সূত্রপাত এখান থেকেই শুরু হচ্ছে।

তাই সর্বাগ্রে এই সিগারেট নামের মাদকটিকে নির্মুল করতে হবে।

Source

একটি দেশের তরুণ সমাজ দেশে অনেক বড় সম্পদ, অনেক সম্ভাবনার উৎস। আর এই তরুণ সমাজ যখন মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে তখন সে দেশের সিংহভাগ অবগতির সম্মুখীন হওয়ার আশঙ্কা নিশ্চিত। এই ছোট্ট মাদকটি যে শুধু জাতির ক্ষতি করছে তাই নয় পাশাপাশি পরিবেশ দুষনেরও একটি উৎস।

Source

সিগারেট বন্ধ করুণ, আগামি প্রজন্ম রক্ষা করুন।

আন্দোলন গড়তে হবে, আইনি ব্যবস্থা, প্রতিরোধ, প্রতিবাদ, সচেতনতা কাম্য।

_______সাজ্জাদ_সজল