আমি গত ব্লগে বলেছিলাম সোনারগাঁও এর পানাম নগর নিয়ে একটি সিরিজ ব্লগ করব। আজকে সেই সিরিক ব্লগ এর প্রথম পর্ব। প্রথম পর্বে আমি আপনাদের এ প্রচীন নগরীর ইতিহাস, নগরীটি কত শতকের, কত বছরের পুরনো সব কিছুই জানানোর চেষ্টা করব।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানাম নগর। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে। প্রাচীন সোনারগাঁর তিন নগর ছিল। এর মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। এখানে অনেক ভবন রয়েছে কয়েক শতাব্দী পুরনো। এটি বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে। পানাম নগর হলো পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। পানাম নগর এর বড় একটি অর্জন হলো ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড ২০০৬ সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে। আজ থেকে প্রায় ৪৫০ বছর আগে বার ভূইয়ার দলপতি ঈশা খাঁ ১৫ শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওতে।
আজ এই পর্যন্তই, আশাকরি ভালো লেগেছে পানাম নগর এর ইতিহাস জেনে। পানাম নগর এর আরও অনেক ইতিহাস জানতে পারবেন পরের পর্ব গুলোতে।
ধন্যবাদ।