Beauty of Bandarban

in #blossom7 years ago

IMG_20171030_120847.jpg

অনেকের ধারণা সাজেকেই মেঘ পাওয়া যায় । পকৃত পক্ষে পার্বত্য জেলাগুলোতে কোন উচু জায়গা ২০০০/৩০০০ ফুটে রাত কাটালে সকালে আশে পাশের ভ্যালী গুলোতে মেঘ দেখত পাবেন । ছবিটি কেওক্রাডং এর উপর থেকে তোলা , রেমাক্রি অববাহিকা , রাইখান অববাহিকা / উপত্যকা এগুলো সব -ই মেঘে ঢাকা । দূরে তিনটি পাহাড় দেখা যায় , এগুলোর একটি বাংলাদেশ , ভারত , মায়ানমারের সীমান্ত । তিন মুখ পিলার , মাঝের চুড়াটি । ছবিতে বাম পাশের চুড়াটি মুখরা তিথুই , বাংলাদেশের ৮ম সর্বোচ্চ চুড়া , উচ্চতা ৩১০০ ফুটের বেশী । ডানের চুড়াটি লাইসরা , এটাও একটি ৩০০০ ফুটের বেশী উচু চুড়া ।

Sort:  

very beautiful

Thanks for sharing