মহাবীর আলেকজান্ডারের শিক্ষা।

in #bn7 years ago

image
মহাবীর আলেকজান্ডার দূরারোগে আক্রান্ত। তিনি বুঝতে পারলেন তার মৃত্যু খুব সন্নিকটে। তার দিন শেষ হয়ে এসেছে, তিনি আর বেশি দিন বাচবেন না। তাই তিনি তার মন্ত্রীদের ডেকে পাঠালেন। তার আদেশ অনুযায়ী সকল মন্ত্রীরা তার চারপাশে ঘিরে দাড়ালেন। সবাই অধীর আগ্রহে দাড়িয়ে আছেন মহাবীর আলেকজান্ডারের আদেশ শুনতে। তারপর আলেকজান্ডার সবাইকে বলেন, আমার মৃত্যুর পর আমার তিনটি শেষ ইচ্ছা তোমাদের পূরণ করতে হবে।
তার প্রথম অভিপ্রায় ছিল " মৃত্যুর পর তার লাশের কফিন শুধুমাত্র ডাক্তার রা কাধে করে নিয়ে যাবে"।
দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে " তার লাশ যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় তার সকল সোনা দানা ছড়িয়ে দিতে হবে"।
তৃতীয় অভিপ্রায় হচ্ছে " তার লাশ নেওয়ার সময় তার হাত দুটি কফিনের বাইরে ঝুলিয়ে নিয়ে যেতে হবে"।

মহাবীর আলেকজান্ডারের এমন অদ্ভুত সকল ইচ্ছা শুনে সকলেই রীতিমত চিন্তায় পড়ে গেল। লাশ কাঁধে করে নিয়ে যাবে আত্মীয় স্মজন কিন্তু ডাক্তার রা কেন নিবে! কেনই বা এত সোনা দানা সব রাস্তায় ছড়িয়ে দিবেন।
তারপর আলেকজান্ডার বলেন, আমার লাশ ডাক্তার রা কাধে করে নিয়ে যাবে কারণ আমি সবাইকে দেখাতে চাই ডাক্তার রা কারো জীবণ বাচাতে পারেনা। তারা শুধু আরোগ্য করার চেষ্টা করতে পারে।
আমার লাশ যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে সে রাস্তার চারপাশে সোনাদানা ছড়িয়ে দিতে বলেছি কারণ সবাইকে দেখাতে চাই আমার সারা জীবণের অর্জনের চুল পরিমাণ অংশও সঙ্গে নিয়ে যেতে পারবনা।
আমার হাত কফিনের বাইরে রাখতে বলেছি কারণ সবাইকে দেখাতে চায়, খালি হাতে এসেছি খালি হাতেই চলে যাচ্ছি।

Sort:  

গল্পটি খুব সুন্দর হয়েছে।

অসাধারণ গল্প।

মহাবীর আলেকজান্ডারের এমন অদ্ভুত সকল ইচ্ছা শুনে সকলেই রীতিমত চিন্তায় পড়ে গেল।

তারপর আলেকজান্ডার বলেন, আমার লাশ ডাক্তার রা কাধে করে নিয়ে যাবে কারণ আমি সবাইকে

অসাধারণ একটি গল্প সত্যি ভালো লাগল ভাই
আপনাকে অনেক ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ।

This comment has received a 0.26 % upvote from @booster thanks to: @akandadelwar.

This post has received a 0.26 % upvote from @booster thanks to: @akandadelwar.

পারলেন তার মৃত্যু খুব সন্নিকটে। তার দিন শেষ হয়ে এসেছে, তিনি আর বেশি দিন বাচবেন না। তাই তিনি তার মন্ত্রীদের

 7 years ago  Reveal Comment

Glad you like this.

This comment has received a 0.26 % upvote from @booster thanks to: @akandadelwar.

This comment has received a 0.17 % upvote from @speedvoter thanks to: @mahadihasanzim.