কেন ডিপ অনিয়ন হোল্ড করবেন?

in #bn7 years ago (edited)

কেন ডিপ অনিয়ন হোল্ড করবেন?


ডিপওনিয়ন নিয়ে বিস্তারিত আলোচনা আমি আগের আর্টিকেল গুলোতে করেছি!
আমার প্রোফাইলে গিয়ে সেইগুলি দেখে নিতে পারেন!
এখন বলতে পারেন হোল্ড কি?
হোল্ড বা Hold বা ক্রিপাটোকারেন্সির ভাষায় HODL হল জমা রাখা!
ব্যাপারটা কিন্তু ব্যাংকে টাকা জমা করে রাখা না!
ব্যাংকে আপনি টাকা জমা দিলে কিছু সময় পর আপনি সেই অর্থটা(হয়ত সাথে সামান্য কিছু এক্সট্রা পাবেন)!
তবে অনেকটা সোনা কিনে জমা করে রাখা/জমি জমা কিনে রাখার মত।
সোনার দাম কিন্তু অনেক উঠা নামা করে!
একিটা সময় এর মূল্য ১-২ হাজারের মত ছিল!
এখন যা বেড়ে দাড়িয়েছে ৫০হাজারে!
তো যারা ১০০০টাকা দিয়ে সোনা কিনেছিল,তার মূল্য এখন ৫০০০০ হলে তার লাভ ৪৯০০০/- টাকা!
বিটকয়েন ও কিছুদিন আগে (গতবছর ২০০০$ ছিল,তা বেড়ে ২৩০০০$ হয়,এবং বর্তমানে তা ১১০০০-১৪০০০$ এ উঠা নামা করছে)।

যদিও বিটকয়েন শুরুর দিকে ০.১$ এর কম ছিল! বিগত ৯-১০ বছরে তা ২৩০০০০ গুণ বেড়েছে!
তখন আপনি ১$ ইনভেস্ট করলে আপনি পেতেন ২,৩০,০০০$!
ভারী অদ্ভুত!
যাই হোক সোনা/বিটকয়েন উভয়ের মূল্য আকাশচুম্বী!
আমাদের ধরা ছোয়ার বাইরে তাই এসব খাতে ইনভেস্ট করা বা এগুলা হোল্ড করা আমাদের দ্বারা সম্ভব নয়!
তবে একটা সুযোগ এখনো আছে!
DeepOnion।
কেন?
কারণ এটি শীঘ্রই আকাশ ছোঁবে এখনো আমাদের নাগালে আছে!
অর্থাৎ আপনি এখনো চাইলে এটি কিনে হোল্ড করে রাখতে পারবেন! ভবিষ্যৎ এ মূল্য বেড়ে যা দাঁড়াবে তাই আপনার প্রফিট!
কেন বলছি এর দাম বাড়বে?
গত বছরে নভেম্বরেও এটির মূল্য ছিল ১$ এর মত,যা ডিসেম্বরে হয়ে দাঁড়ায় ৩$ এবং জানুয়ারিতে তা ছোঁয় ২৩$ এর একটি মাইলস্টোন!
এত স্বল্প সময়ে এটি আসলেই অনেক বেড়েছে!
এবং আরো বাড়বে!
একটা কয়েনের মূল্য ডিপেন্ড করে তার প্রমোশন,ইনভেস্টমেন্ট,এক্সচেঞ্জ এ এড হওয়া!
যা ডিপওনিয়ন ভালভাবেই করছে!
তো হোল্ড করুন ভবিষ্যৎ গড়ুন ☺