‘এই সুন্দর বিকেলে পদ্মার তীরে বসে গল্প শুনতে আপনার কেমন লাগছে জানি না; তবে আমার ভয়ংকর ভালো লাগছে। ভয়ংকর কথাটা বলায় ঘাবড়াবেন না। ভয়ংকর সুন্দর মানে যেমন অত্যন্ত
সুন্দর, তেমনি ভয়ংকর ভালো মানে নিশ্চয়ই অত্যন্ত ভালো। এই বিশাল প্রকৃতির মাঝেও আপনাকে আমি সূক্ষ্মভাবে অনুভব করতে পারছি। আপনি শুনে অবাক হবেন, আপনার শরীর থেকে রসুনের মতো যে গন্ধ ভেসে আসছে, সেটি আমার পছন্দের গন্ধ।’