আজকে আমি ফটোগ্রাফার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব আপনাদের মাঝে। আসলে আজ পর্যন্ত Steem এ অনেকেই অনেক রকম পোস্ট করছে ফটোগ্রাফার নিয়ে। আমি আজকে আপনাদের এমন ভাবে ফটোগ্রাফার সম্পর্কে কিছু কথা বলব যেগুলো জানলে আপনাদের ফটোগ্রাফার সম্পর্কে অনেক ধারণা আসবে। আসলে ফটোগ্রাফার কি ছবি তুলে সেই ফটোগ্রাফার, আসলে তা না একজন ফটোগ্রাফার হতে হলে অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হয় এবং অনেক কষ্ট করতে হয়।এখন আপনাদের প্রশ্ন হচ্ছে একজন ফটোগ্রাফার কিভাবে কি করলে হয়। এবং কিভাবে কি করতে হয়। আসলে একজন ফটোগ্রাফারের কিছুই করতে হয় না যদি তার মাথায় সে রকম বুদ্ধি থাকে ফটোগ্রাফার সম্পর্কে। যেমন বাড়ির আশেপাশে কোন স্থানে গিয়ে যদি ছবি তোলার অভ্যাস থেকে থাকে তাহলে সুন্দর সুন্দর ছবি তুললেই একজন ফটোগ্রাফার হওয়া সম্ভব। কারণ পাঁচটা ছবি তুলতে তুলতে একটা ছবি ভালো হয় এবং একটা ছবি প্রফেশনাল হয় আর এসব প্রফেশনাল ছবিগুলোকে ফটোগ্রাফি বলা হয়।
nice photo. keep going bro
thanks brother
super task... carry on
This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons: