হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণের বারসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। তারা হলেন কেরামত আলী ও লোকমান। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, ওই দুই যাত্রী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম থেকে শাহজালালে বিমানবন্দরে নামেন। ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পর গতিবিধি সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় তাদের ব্লেজার, জুতা এবং মোবাইল কাভারের ভেতর থেকে ৫ দশমিক ৮ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য তিন কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এমআর
nice article.. next time source add korar try korben
Bro. Source add korbo ki kore ?
Thank you kdjakirtgl for making a transfer to me for an upvote of 1.18% on this post!
Half of your bid goes to @budgets which funds growth projects for Steem like our top 25 posts on Steem!
The other half helps holders of Steem power earn about 60% APR on a delegation to me!
For help, will you please visit https://jerrybanfield.com/contact/ because I check my discord server daily?
To learn more about Steem, will you please use http://steem.guide/ because this URL forwards to my most recently updated complete Steem tutorial?