সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীদের কাছে বিধ্বস্ত প্রোটিয়ারা আজ না জিততে পারলে হাত ছাড়া হবে এই সিরিজও। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে টেস্ট সিরিজে বিরাটের ভারত ছিলো খুব অসহায়। ৫-১ ব্যবধানে সেই সিরিজ হাত ছাড়া হয় ভারতের। এরপরই ভারতের উল্টো রুপ। ওয়ান্ডারার্সে শেষ টেস্ট জেতার পর থেকেই ঘুরে দাড়িয়েছে ভারত।
অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম বারের মত প্রোটিয়াদের মাটিতে সিরিজ জয় করে সফরকারীরা। টেস্টেই চোটের কারণে দল থেকে ছিটকে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। সবমিলিয়ে এই মুহূর্তে কোনও ফরম্যাটেই ভারতের সঙ্গে পাল্লা দিতে পারছে না দক্ষিণ আফ্রিকা।
ভারতের প্রতিটি ক্রিকেটারই বর্তমানে রয়েছেন দুর্দান্ত ফর্মে। যার কারণে ব্যাটসম্যানদের কিছুতেই থামাতে পারছে না দক্ষিণ আফ্রিকার বোলাররা। তেমনই ভারতীয় বোলারদের ব্যাট নিয়ে দাড়াতে পারছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানেরা।
তাই আজ টি-টোয়েন্টি সিরিজ বাচাঁতে ভারতের বিপক্ষে শক্ত ভাবে লড়তে হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এইচএ)
i wish i could read this!
so cool
কেমন আছেন আপনি আপনার লেখা অনেক সুন্দর
thanks vai
This post has received a 0.59 % upvote from @speedvoter thanks to: @osman28.