859 Muhammad bin Rafi (Rh) Hammad bin Monbbih (rh) said, "Abu Huraira (R) tells us about some hadis that the Messenger of Allah (rasul - sallallahu alaihi wa sallam) said," You are praying (prayer) Qatar will keep straight. Because of the beauty of the prayer of straightening the rows (Prayer / Prayer).
৮৫৯ মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আবূ হুরায়রা (রাঃ) কতিপয় হাদীস বর্ণনা প্রসঙ্গে আমাদের নিকট বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাত (নামায/নামাজ)-এর মধ্যে কাতার সোজা রাখবে। কেননা, কাতার সোজা করা সালাত (নামায/নামাজ)-এর সৌন্দর্যের অন্তর্ভুক্ত।
860 It is narrated that Abu Bakr bin Abu Shayba (may Allah be pleased with him) said that Muhammad Ibn al-Musnah (Rh) and Ibnu Bashar (rah) were related by Numan bin Bashir(ra). He said, 'I heard the Messenger of Allah (rasul - sallallahu alaihi wa sallam) saying,' You will keep your rows straight. ' Otherwise, Allah will create divisions among you.
৮৬০ আবূ বাকর ইবনু আবূ শায়বা (রহঃ) মুহাম্মাদ ইবনুল মূসান্না (রহঃ) ও ইবনু বাশশার (রহঃ) নুমান ইবনু বাশীর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তোমরা তোমাদের কাতার সমূহ সোজা রাখবে। নতুবা আল্লাহ তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন।
861 Yahya bin Yahya (rh) ... Narrated by Numan bin Bashi (ra), he said that the Messenger of Allah (rasul -sallallahu alaihi wa sallam) used to make our rows straight in such a way as if he were straightening the bow. As long as he felt that we had understood the matter properly from him. Then one day (from Hujara) came out and stood at his place and said to the takbeer, at that time it was seen that a person's bosom rose before the rows. Then he said, by Allah's servant! You must make your rows straight. Otherwise, Allah will divide you.
৮৬১ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) … নুমান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতার গুলোকে এমন ভাবে সোজা করে দিতেন যেন তিনি ধনুকের কাঠিটি সোজা করছেন। যতক্ষন না তিনি অনুভব করতেন যে, আমরা বিষয়টি তাঁর নিকট হতে যথাযথ ভাবে বুঝে নিয়েছি। অতঃপর একদিন (হুজরা হতে) বের হয়ে এসে স্বীয় স্হানে দাঁড়িয়ে তাকবীর বলবেন, এমন সময় দেখতে পেলেন যে, এক ব্যাক্তির বক্ষদেশ কাতার হতে আগে বেড়ে আছে। তখন বললেন , আল্লাহর বান্দ্বারা! তোমরা তোমাদের কাতার অবশ্যই সোজা কর। নতুবা আল্লাহ তোমাদের বিভেদ করে দিবেন।
ভাই খুব ভালো মানুষ। আমার এক্টা পোস্ট এ কমেন্ট করে নিজের কমেন্ট এ নিজে আপভোট দিলেন। কিন্তু আমার পোস্টটায় আপনার আপভোট পেলাম না 😂😂😂। যাক বেপার না ভুলে গিয়েছিলেন মমে হয়। 😊😊