শাহ ইসমাইল গাজীর দরগাহ এর সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস

in #busy6 years ago

শাহ ইসমাইল গাজীর দরগাহ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন দরগাহ । এটি মূলত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মাজার । এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা । ধারণা করা হয় এটি মোঘল আমলের শেষের দিকে তৈরি করা হয়েছিল । এটি রংপুর জেলার পীরগঞ্জ থানার একটি বিখ্যাত স্থান ।

https://ipfs.busy.org/ipfs/QmbuwRDzzuFtUFYzoyw7f24ptz5jSnZsHhN7i2L8Us5jUn

অবস্থান
প্রত্নতাত্ত্বিক মাজারটি বগুড়া-রংপুর মহাসড়কের পাশে অবস্থিত ।

নামকরণ
শাহ ইসমাইল গাজী (রঃ) বাংলার একজন বিখ্যাত ইসলাম প্রচারক ছিলেন । ধারণা করা হয় বারাক শাহের আমলে তিনি বাংলার উত্তরাঞ্চলে বিভিন্ন অংশে মুসলিম রাজ্যের বিস্তারের জন্য ও ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন । তাঁর নামেই এই দরগাহর নামকরণ করা হয়েছে ।

https://ipfs.busy.org/ipfs/QmXvbTWZiCMsAwK1YwpGp1Rd6yjwX3oXe9PGUa8Mg9yUQb

ইতিহাস
কথিত আছে যে, শাহ ইসমাইল গাজী ছিলেন রসুল (সঃ) এর বংশধর এবং তিনি মক্কায় জন্মগ্রহণ করেন । সেখানেই বড় হন ও শিক্ষাগ্রহণ করেন । ইসলাম প্রচারের জন্য তিনি ভারতে আসেন । বারবক শাহের আমলে (১৪৫৯-১৪৭৪ খ্রিঃ) তিনি একজন ভালো দরবেশ যোদ্ধা হিসাবে নিজেকে
প্রতিষ্ঠিত করেন । মিথ্যা অভিযোগের কারণে রাগান্বিত হয়ে দরবেশের শিরশ্ছেদের আদেশ দেন ।
কথাটি সত্য নয় । লোককাহিনী অনুসারে শিরশ্ছেদের পর শাহ ইসমাইলের মাথা রংপুরের কান্তদুয়ারে এবং দেহ হুগলি জেলার মান্দারণে কবর দেয়া হয় । তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই এই দরগাহ করা হয় । [তথ্যসূত্র প্রয়োজন অনুযায়ী]

https://ipfs.busy.org/ipfs/QmNtVhQhFDMgfugvLHrT2ov24fCXrqnNeYaa7x94hSAY9c

বিবরণ
শাহ ইসমাইল গাজীর দরগাহ প্রায় পাঁচ মিটার উঁচু ঢিবিটি প্রাচীন ইট ও পাথরে পূর্ণ । এর উপরি ভাগে প্রায় ৭ মটার দৈর্ঘ্য ও ৫ মিটার প্রস্থ আয়তনের সমতল স্থানের পশ্চিম ভাগে একটি ছাদহীন ক্ষুদ্র ও জীর্ণ ইমারত আছে । দক্ষিণের দেয়ালে একটি দরজা আছে ।

Sort:  

You got a 72.38% upvote from @brupvoter courtesy of @shah95!

You got a 79.83% upvote from @emperorofnaps courtesy of @shah95!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!