বাগদুয়ার ঢিবি
বাগদুয়ার ঢিবি বাংলাদেশের রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির । বাগদুয়ারা হল হারিয়ে যাওয়া অনেক পুরানো কীর্তির মত একটি কীর্তি । বর্তমানে এর প্রকৃত অস্তিত্ব
কিছু ধ্বংসাবশেষ দেখে অনুমান করা হয় । এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ।
https://ipfs.busy.org/ipfs/QmQn4UyqJERnFYrDPkSpHjocHPyPzFwXWZJ4xGt2T1FMX8
অবস্থান
মিঠাপুকুর উপজেলা থেকে কয়েক কিঃ মিঃ দূরে ভেন্ডাবাড়ির পাশে উদয়পুর ধাপ অবস্থিত । উদয়পুর থেকে এক কিঃ মিঃ দক্ষিণ - পশ্চিম বাগদুয়ারার অবস্থান ।
https://ipfs.busy.org/ipfs/QmcWhtzPYjGuDHBm7r2b6jKhyCzTBrLArowZ4bSae7nYfz
বিবরণ
বাগদুয়ার ঢিবিটির সম্পর্কে কোন সঠিক তথ্য পাওয়া যায় না । জনশ্রুতি অনসারে, বাগদুয়ারার মন্দিরটি নামকরণ করা হয়েছে বাগদেবীর নামানুসারে । বর্তমানে জীর্ণ মন্দিরটির চারপাশেই পূর্বে প্রাচীনকৃর্তি ছিল বলে মনে করা হয় । স্থানীয় লোককথা অনুসারে উদয়পুর-বাগদুয়ারার রাজা ভবচন্দ্র । তিনি ছিলেন নাথ সাহিত্যের নায়ক গোপীচন্দ্রের পুত্র । এই রাজাদের আমলেই মন্দিরটি তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে ।তবে ইতিহাসবিদগণ মনে করেন, এটি বৌদ্ধ রীতিতে তৈরি একটি মন্দির ।
You got a 47.06% upvote from @emperorofnaps courtesy of @shah95!
Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!
You got a 69.09% upvote from @minnowvotes courtesy of @shah95!