দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮ । ৩২টি দেশ, ১২টি ভেন্যু, ১টি দেশই হবে চ্যাম্পিয়ন। আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ । বিশ্বকাপের জন্য সারা পৃথিবীর মত বাংলাদেশীদেরও আগ্রহের পারদ অনেক বেশী । ইতোমধ্যেই ছাদের কিনারায় পছন্দের দলের পতাকা উড়াতে দেখা যাচ্ছে । চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে কথার লড়াই । এত লড়াই এত তর্ক বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ হল বিশ্বকাপ এর ম্যাচগুলো বাংলাদেশ এর সময় অনুযায়ী কখন হবে । আসুন জেনে নেই রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাংলাদেশের সময় অনুসারে সময়সূচি কেমন হচ্ছে ।
রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১৪ জুন মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব । ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল ৪ টায় । প্রথম দিনে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে । প্রথম রাউন্ডের ২য় দিন ১৫ জুন রয়েছে ৩ টি ম্যাচ । ম্যাচ গুলো শুরু হবে যথাক্রমে ৬টা , ৯টা এবং ১২ টায় । এই দিনের গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে স্পেন এবং পর্তুগালের মধ্যেকার ,ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১২ টায় শুরু হবে । ৩য় দিন ১৬ই জুন মাঠে নামবে অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা । এদিন মোট ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে । ম্যাচ গুলো শুরু হবে যথাক্রমে ৪টা , ৭টা , ১০টা এবং ১ টায় । সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং আইসল্যান্ড ।
১৭ই জুন থেকে ২৪ জুন পর্যন্ত প্রতিদিন ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে । ম্যাচ গুলো শুরু হবে বাংলাদেশ সময় যথাক্রমে ৬টা , ৯টা এবং ১২ টায় । ২৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত প্রতিদিন ৪ টি করে ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে ১ম গ্রুপ পর্ব ।
Congratulations @shaiful019! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Thank you sir....