বিবর্তন

in #change7 years ago

এই ধরিত্রীর বুকে বয়স আমার মাত্র তেইশ।
কত শত রাত, না জানি -আমি অনিদ্রায়
কাটিয়েছি কেবলই অর্থহীনভাবে।
আমার সতেরোর যৌবন আঠারোতে এসে-
আমায় বৃদ্ধের কাশি শুনিয়েছে।
ভাবিয়েছে সমাজের কীর্তি!
দেখেছি তোমাদের সাম্প্রতিক ঘুনে খেয়ে,
ঝরে পড়া প্রেমিক-প্রেমিকার দেহগুলো।
ভাবুক বয়সটা নিয়ে সাঁতরিয়েছি তোমাদের
এই নীল শহরের বুকে, একটু ভালোবাসার খোঁজে।
তবে তোমাদের চোখে যে ভালোবাসা আচ করেছি,
রীতিমতো থমকেই গেছি আমি।
এই জীবনের কাছে কখনো তেমন কিছু চাইতে সাহস হয়নি!
যেমনটি তেইশে এসে খুব, চাইতে ইচ্ছে করছে।
হৃদয়ের গহীন চত্বরে আজ, যে শ্লোগান ধরেছে,
সে আর কেউ না, আমারি আত্মার_বিলাপ।
পৃথিবীর সকল স্বাদ মনে হয়,
কেবল এই ইচ্ছেটা পূর্ণ করার আকাঙ্ক্ষায় ডুবে যাচ্ছে,
দিনক্ষণ না ভেবেই।