সবসময় দূরে যেতে ভালো লাগেনা। এবার কাছাকাছি কোথাও গেলাম। যদিও বন্ধু ট্রিট দিবে বলেই গেলাম। রেস্টুরেন্ট এর নতুন কফি এনেছে। তাও আবার কিছুদিন এর জন্য। ওদের পেজ এ দেখেই যাওয়া। নাম কেরামেল সল্ট আইস ব্লেন্ডেড। অর্ডার দেওয়ার পর বেশি সময় লাগেনি। তাড়াতাড়ি সার্ভ করসে। টেস্ট বলবো একটু অন্যরকম লেগেছে। ভালো টেস্ট। পরিমান ও অনেক। তবে সত্য দাম বেশি মনে হয়েছে।
ব্যবহার ভালো স্টাফদের।
রেটিং:
Item: Caramel Salt Ice Blended
Price: 350
Taste: 8.5/10
Service: 9/10
Environment: 9/10
Place: Gulshan 1